
আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ৩১/০৫/২০২৫ : রেলের জমিতে বসবাসকারী মানুষদের স্বাভাবিক জীবন যাপনের জন্যে রেলের জমি এক টাকা করে পাট্টা দেওয়ার কথা বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। .
‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক নাগরিক এই প্রসঙ্গটি উথ্থাপন করেছিলেন. সেই প্রসঙ্গকে টেনে এনেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, “যাঁরা দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাস করছেন, রেলের সেইসব জমি দীর্ঘকাল অব্যবহৃত অবস্থায় পরে রয়েছে। সেইসব জমি হোল্ডিং প্রপার্টি হিসেবে তাঁদেরকে দেওয়া যেতেই পারে, যাঁরা সেই জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সেক্ষেত্রে তাঁদেরকে রেলের জমি এক টাকা করে পাট্টা দেওয়া যেতে পারে। রেল বলছে ঐসব জমিউপভোক্তারা যেন কিনে নেয়, কিন্তু যে সব জায়গায় জমিগুলি রয়েছে, সেখানে এখন জমির দাম অনেক। এত টাকা ওঁরা জোগাড় করতে পারবেন না। “
গৌতম দেব আরও বলেন, যে সব সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে রেলের জমিতে বাস করছেন, তাঁরা কোনো সুযোগ সুবিধা পান না। তাঁদের নাম ট্রেড লাইসেন্স দেওয়া হয় না, তাঁরা ব্যাংক থেকে লোন পান না।এইসব মানুষরা ওখানে পাট্টা পেলে এইসব সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হবেন না।” কিন্তু রেলের জমি পুরসভা কিভাবে পাট্টা দেবেন জিজ্ঞাসা করায় গৌতম দেব বলেন, এই ব্যাপারে আমরা জন সমর্থন চাইব। অন্ততপক্ষে এক লক্ষ সাক্ষর সংগ্রহ করব। জন সমর্থন পেলে গোটা বিষয়টি আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো, তার পর আইনিভাবেই রাজ্য সরকার হয়ত ব্যবস্থা নিতে পারবে। এই মানুষগুলো দীর্ঘদিন ধরে যে সমস্যায় রয়েছে, তার একটা সমাধান হওয়া খুব দরকার।”