
আজ খবর (বাংলা), [রাজ্য] বোলপুর, বীরভূম, ৩১/০৫/২০২৫ : পুলিশ তলব করলেও আজ সশরীরে থানায় হাজিরা দিলেন না তৃণমূলের কোর কমিটির নেতা অনুব্রত মন্ডল। তিনি সম্ভবত আগামী সোমবার থানায় যাবেন।
বৃহস্পতিবার রাত্রে বোলপুর থানায় ফোন করে অত্যন্ত কদর্য ভাষায় আইসি লিটন হালদারকে গালিগালাজ করেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। আইসির মা ও স্ত্রীর নামেও গালিগালাজ করা হয় এবং বার বার তাঁকে থানা থেকেচুলের মুঠি ধরে টেনে নিয়ে আসার হুমকি দেওয়া হয়। এই অডিও ভাইরাল হয়ে যায় (যদিও এই অডিওর সত্যতা যাচাই করে নি আজ খবর), সমাজের বিভিন্ন মহল থেকে নানারকম প্রতিক্রিয়া আসতে শুরু করে. সমাজ মাধ্যমে নিদার ঝড় বয়ে যায়। বিজেপি বিষয়টি নিয়ে সমালোচনা করতে শুরু করে। বিষয়টি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তৃণমূলের শীর্ষস্তরে। দলের পক্ষ থেকে অনুব্রতকে অবিলম্বে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়।
দলের নির্দেশ পেয়ে গতকাল সকালেই অনুব্রত চিঠির মাধ্যমে ক্ষমা চেয়ে নেন। তবে সরকারি আধিকারিক, বিশেষত পুলিশকে গালিগালাজ বা হেনস্থা করার জন্যে তাঁর নামে চারটি কেস (৭২, ১৩২, ২২৪ ও ৩৫১ ধারায় ) দেওয়া হয়। আজ তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। সকাল এগারোটার সময় তাঁর পৌঁছনোর কথা থাকলেও অনুব্রত নিজে আজ হাজিরা দেন নি। শরীর খারাপের অজুহাত দিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। তাঁর হয়ে সাতজন আইনজীবী পুলিশের সাথে দেখা করে এসেছেন। তাঁরা বলেছেন আগামী সোমবার অনুব্রত পুলিশের সাথে দেখা করতে যাবেন। যদিও দ্বিতীয় নোটিশে ফের অনুব্রতকে এসডিপিও অফিসে দেখা করতে বলা হয়েছে। জানা গিয়েছে তিনি আগামী সোমবার জামিন নেবেন আদালত থেকে।