
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র, ৩১/০৫/২০২৫ : মার্কিন যুক্তরাষ্ট্র ফের একবার দাবী করলে যে তারাই ভারত-পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধ করে দিয়েছিল। তাদের হস্তক্ষেপেই যুদ্ধবিরতি ঘোষণা করেছিল দুই দেশ।
মার্কিন উপদেষ্টা পদ ত্যাগ করে চলে গিয়েছেন এলন মাস্ক। সেই বিষয়ে বিবৃতি দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত চলছিল, তা আমেরিকার হস্তক্ষেপেই বন্ধ হয়েছিল। এই সংঘাত বন্ধ করার জন্যে আমাদের টিম খুব ভাল কাজ করেছে। টিমের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।”
ডোনাল্ড ট্রাম্প বলেন, ” ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর। যে কোনো মুহূর্তে দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারত। কিন্তু সেটা আমরা হতে দিই নি। তবে ভারত ও পাকিস্তান দুই দেশই এশিয়ার মধ্যে যথেষ্ট দায়িত্ববান দেশ। তারা বাস্তব বিষয়গুলিকে বোঝে খুব ভালো করে। আপাতত তাদের মধ্যে যুদ্ধবিরতি চলছে।”
ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির জন্যে বাণিজ্য বিষয়টি কি প্রভাব ফেলেছিল ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “আমরা বলেছিলাম আমেরিকা সেই দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে না, যারা নিউক্লিয়ার যুদ্ধে ব্যস্ত থাকে। ভারত পাকিস্তান দুই দেশই গ্রেট লিডার, তারা পরিস্থিতি বোঝে খুব ভাল করে। তারা এই ব্যাপারে সহমত পোষন করেছে। “
যদিও ভারত এই বিষয়টি এখনো মেনে নেয় নি যে মার্কিন হস্তক্ষেপেই যুদ্ধবিরতি হয়েছে।. ভারতের বক্তব্য, “আমেরিকা এমন কিছু বলে নি যে, তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ভারত যুদ্ধ করে নি, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের শাস্তি দিয়েছে। যারা পাকিস্তানের মাটিতে বেড়ে ওঠে এবং ভারতের মাটিতে এসে গুলি করে মানুষদের হত্যা করে। ভারত এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে থাকবে। এটাই ভারতের নয়া নীতি। তার সাথে আন্তর্জাতিক বাণিজ্যের কোনো সম্পর্ক নেই। “