শিলিগুড়িতে চড়ক পুজো করতে গিয়ে আক্রান্ত ২ কিশোর, প্রতিবাদে বিজেপি 

আজ খবর (বাংলা), [রাজনীতি] শিলিগুড়ি,  দার্জিলিং,১৪/০৪/২০২৫ :  শিলিগুড়িতে চড়ক পুজো নিয়ে অশান্তি ছড়িয়েছে। বিজেপির তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, অভিযোগের তীর তৃণমূলের দিকে। 

আজ চৈত্র  সংক্রান্তি, বাংলা ক্যালেন্ডারের শেষ দিন। এই দিনে চরকের মাধ্যমে শিব পূজা করা হয়।  বাংলার বিভিন্ন জায়গায় মেলা বসে। গতকাল শিলিগুড়ির মহানন্দা নদীর পাড়ে  চরকের আয়োজন করেন দুই কিশোর। পুজোর যাবতীয় আয়োজন তাঁরা করেছিলেন। এই সময় মহানন্দার পাড়ে  বসে থাকা ৫ ব্যক্তি তাদের কটূক্তি করে বলে অভিযোগ উঠেছে। যাঁরা পুজোর আয়োজন করেছিলেন সেই দুই কিশোর প্রতিবাদ জানাতেই তাদের ধরে বেধড়ক মারে ঐ  পাঁচ জন। দুই কিশোরের দিকে তারা বোতল ছুঁড়েও মারে, গালিগালাজ করে। 

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর  ঘোষ আন্দোলন শুরু করেন। তিনি জানিয়েছেন, “মূল  অভিযুক্ত পাঁচ জন তৃণমূল কংগ্রেসের কর্মী, আর সেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয় নি। আমরা দুই দিন সময় দিচ্ছি, তার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার না করলে বাংলায় যত  চড়ক পুজো কমিটি আছে, সবাই মিলেই আন্দোলনে নামব।”

শংকর ঘোষ আরও বলেন, “আমাদের দেশে সবচেয়ে বেশি পশ্চিমবাংলাতেই সব ধর্মের মানুষকে আশ্রয় দেওয়া হয়। তা হলে হিন্দু ধর্মের ওপর এত অত্যাচার কেন চালানো হবে ? সবাই দেখতে পাচ্ছে মুর্শিদাবাদে কি হচ্ছে ? হিন্দু ধর্ম বারে  বারে আক্রান্ত হচ্ছে।”


Loading

Leave a Comment