নতুন প্রযুক্তিতে পাক ড্রোন নামিয়ে অন্য ভারত

আজ খবর (বাংলা), [দেশ ] শ্রীনগর,  জম্মু ও কাশ্মীর, ১৩/০৪/২০২৫ : বিশেষ প্রযুক্তির ড্রোন নিরোধক যন্ত্র ব্যবহার করে আজ জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে উড়তে থাকা পাকিস্তানের একটি ড্রোনকে নামিয়ে নিয়ে এলো ভারতীয় সেনাবাহিনী। 

জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের খুব কাছে থাকা একটি পাকিস্তানি ড্রোনকে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নামিয়ে নিয়ে এসেছে ভারতীয় সেনাবাহিনী। ড্রোনটি চীনের তৈরি বলে জানা গিয়েছে।  জম্মু রিজিয়নের দক্ষিণ পীরপাঞ্জাল  রেঞ্জের একটি জায়গায় ১৬ কর্পস এলাকায় ইন্ডিয়ান আর্মি এয়ার ডিফেন্স ইউনিট মোতায়েন করে রেখেছে।  এই ইউনিটের দ্বারাই শত্রুপক্ষের ড্রোনগুলিকে নামিয়ে আনা সম্ভব হচ্ছে।

কিছুদিন আগেও লাইন অফ কন্ট্রোলের কাছে শত্রুপক্ষের ড্রোন দেখলে তাকে গুলি করে নামিয়ে আনা হত, কিন্তু গুলি করলে সেই ড্রোনটি নষ্ট হয়ে যেত, ফলে সেই ড্রোন শত্রুপক্ষ কি উদ্দেশ্যে পাঠিয়েছে তা তদন্ত করে জানা যেত না।  কিন্তু দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিশেষ যন্ত্র শত্রুপক্ষের ড্রোনগুলিকে অকেজো করে নিচে নামিয়ে আনতে  সক্ষম।  এর ফলে ঐ  ড্রোনটিকে ময়না তদন্ত করে তার উদ্দেশ্য বুঝে নেওয়া সহজ হবে।  ডিআরডিও এই যন্ত্রটিকে নির্মাণ করে তুলে দিয়েছে সেনাবাহিনীর হাতে। 


Loading

Leave a Comment