
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৪/০৪/২০২৫ : মুর্শিদাবাদের হিংসা প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, “এটা খুব লজ্জাজনক ব্যাপার যে মুর্শিদাবাদ থেকে আক্রান্ত হয়ে হিন্দুদের মালদায় গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। এটাই আমাদের রাজ্যে তুষ্টিকরণের প্রকৃষ্ট উদাহরণ।”
শুভেন্দু অধিকারী বলেন, “মুর্শিদাবাদে পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে লজ্জাজনক যে মুর্শিদাবাদে হিন্দুরা আক্রান্ত হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে মালদায় আশ্রয় নিয়েছে। এটাই তুষ্টিকরণের সবচেয়ে ভালো উদাহরণ। রাজ্যে চাকরি নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, এখানে আছে শুধু ভোটব্যাঙ্কের নাম তুষ্টিকরণ। এখানে হিন্দুরা অত্যাচারিত হয়, তাদেরকে মেরে ফেলা হয়, হিন্দুদের দোকান লুঠ হয়ে যায়, হিন্দু মন্দিরও ভেঙে দেওয়া হয়।”
শুভেন্দু প্রশ্ন তোলেন, “কারা দুর্গাপূজার সময় শ্যামপুরে সমস্যার সৃষ্টি করেছিল ? কালীপূজার সময় রাজাবাজারে কারা সমস্যা করেছিল ? সরস্বতী পূজা নিয়ে স্কুলে সমস্যা কারা করেছিল ? মোথাবাড়িতে কারা ৮৬ হিন্দু দোকান লুঠ করেছিল ? হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে কারা হত্যা করেছিল ? ধুলিয়ানে মন্দির ভেঙেছে কারা ? পুলিশ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডারের ভূমিকায় নেমেছে। পশ্চিমবঙ্গে নির্বাচন হওয়া উচিত রাষ্ট্রপতি শাসনের মধ্যে।”
মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে রবিবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপি নেতা কর্মীরা মিছিল করেন। সেই মিছিলে শুভেন্দু অধিকারীর সাথে অংশ নিয়েছিলেন সুকান্ত মজুমদারও। ছিলেন বঙ্গ বিজেপির অন্যান্য নেতারাও।