প্রকাশ্য রাজপথে বিচ্ছিন্নতাবাদীদের হাতে মহিলা সাংবাদিকের হেনস্থা 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ভ্যাঙ্কুভার, কানাডা, ০৮/০৬/২০২৫ :  কানাডার ভ্যাঙ্কুভারে যখন খালিস্তানী বিচ্ছিন্নতাবাদীরা একটি শোভাযাত্রা করছিল, সেই সময় এক কানাডিয়ান  জার্নালিস্টকে ঐ  বিচ্ছিন্নতাবাদীরা হেনস্থা করেছে বলে অভিযোগ উঠেছে। 

আজ কানাডার ভ্যাঙ্কুভারে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা একটি মিছিল করেছিল।   সেই মিছিল কভার করছিলেন কানাডার এক স্বাধীন ক্রাইম রিপোর্টার মোচা  বেজীরগান।  মোচা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মাত্র দুই ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে, এবং আমি এখনও  কাঁপছি।ওরা আমাকে হেনস্থা করার চেষ্টা করেছে,আমার রেকর্ডিং বন্ধ করে দিতে চেয়েছে  এবং আমার মোবাইল ফোন কেড়ে নিয়েছে। ওরা  আমাকে হুমকিও দিয়েছে। এই ধরনের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা বিগ্নিত করে এবং ভারতের সাথে কানাডার যে সব চুক্তি রয়েছে সেগুলির ক্ষতি করে। “

মোচা  এদিন খালিস্তান পন্থীদের একটি মিছিল কভার করছিলেন, যখন বেশ কিছু খালিস্তান সমর্থক তাঁকে ঘিরে ধরে এবং তাঁর হাত থেকে মোবাইল ফোন ছিলনিয়ে নিয়ে চলে যায়।  এই ফোন দিয়ে মোচা রেকর্ডিং করছিলেন এবং গোটা মিছিলটিকে কভার করছিলেন। ঘিরে ধরা খালিস্তানীরা তাঁকে গালিগালাজ করে এবং যাওয়ার সময় তাঁকে হুমকিও দিয়ে যায়।  মোচার  মতে এটা একটা গুন্ডাগিরি ছাড়া আর কিছুই নয়। 


Loading

Leave a Comment