
আজ খবর (বাংলা) [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৭/০৬/২০২৫ : সপ্তাহের শেষ দিনের সন্ধ্যাবেলায় শিলিগুড়ি শহরে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল. শিলিগুড়ির চেক পোস্ট মোর এলাকায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শিলিগুড়ি শহরের চেক পোস্টের কাছে ভক্তিনগর থানা এলাকায় একটি দোকানে আগুন লেগে যায়; তারপর সেই আগুন পাশাপাশি থাকা অন্যান্য দোকানগুলিতে ছড়িয়ে পড়তে থাকে। জায়গাটি বাজার এলাকায় হওয়ায় দ্রুত আগুন এক দোকান থেকে আর এক দোকানে ছড়িয়ে পড়তে শুরু করে। গোটা বাজারের একটা দিক দাউ দাউ করে জ্বলতে দেখা যায়।
এতবড় অগ্নিকাণ্ডের ঘটনা দেখে উপস্থিত মানুষ রীতিমত দিশেহারা হয়ে যায়। যদিও স্থানীয় মানুষই প্ৰথম আগুন নেভানোর জন্যে উদ্যোগ নেয়। তারাই হাতে হাতে আগুনে জল ঢালার ব্যবস্থা করে। এর মধ্যেই দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। দমকল ঘটনাস্থলে এসেই জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে একটি ওয়েল্ডিংয়ের দোকান থেকেই আগুন লেগেছিল, এবং সেই আগুন ক্রমেই ছড়িয়ে পরে আশেপাশে থাকা দোকানগুলিতে। দোকানগুলি কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।
এই মুহূর্তে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে নি, তবে বাজারের একটা দিকে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। গোটা এলাকা কালো ধোঁয়া আর পোড়া গন্ধে ভরে গিয়েছে। শিলিগুড়ির এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।