
আজ খবর (বাংলা), [রাজ্য], মহিষাদল, পূর্ব মেদিনীপুর, ০৮/০৬/২০২৫ : প্রকাশ্য দিবালোকে মন্দিরে বিগ্রহ ভাঙ্গলো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা,হিন্দু জাগরণ মঞ্চের তরফে থানায় দায়ের হল FIR, তৃণমূলকে কালিমালিপ্ত করতে এই কাজ বিজেপির দাবী মহিষাদলের তৃণমূল বিধায়কের, শুরু হয়েছে রাজনৈতিক তরজা
মহিষাদলের পুরাতন বাসস্ট্যান্ডে দীর্ঘদিন একটি হনুমান মন্দিরে রাম সীতার এবং হনুমানজির বিগ্রহ পূজিত হয়ে আসছে। গতকাল সকাল ১১ টায় নিত্যপূজো অবধি সব ঠিকই ছিল, গোল বাধে তার পরেই, বিকালে দেখা যায় মন্দিরের সীতার বিগ্রহ ভাঙ্গা,এবং বিগ্রহের উপরিভাগ অমিল। মহিষাদল এর হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে মহিষাদল থানায় একটি এফআইআর দায়ের করা হয়। হিন্দু জাগরণ মঞ্চের মহিষাদল শাখার সভাপতি ও সহসভাপতি বলেন “এর আগেও মহিষাদল এর বিভিন্ন জায়গায় মন্দির এবং মূর্তি ভাঙচুর হয়েছে, বেশ কিছু দুষ্কৃতি বারে বারে এই ঘটনা ঘটিয়ে চলেছে। এর প্রতিবাদে গতকাল সন্ধ্যায় হিন্দু জাগরণ মঞ্চ এবং বিজেপির ডাকে মহিষাদলে ধিক্কার মিছিল করা হয়।
ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মহিষাদল এর বিধায়ক তিলক কুমার চক্রবর্তী বলেন “এই কাজ বিজেপির, দিনের বেলায় দুষ্কৃতীদের দ্বারা এই কাজ করা কখনোই সম্ভব নয়, বিজেপি কর্মীরা তৃণমূলকে কালীমালিপ্ত করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টায় এই কাজ করেছে।” যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে ‘তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে এবং তাদেরকে সাহায্য করছে মহিষদলের বিধায়ক’।