
আজ খবর (বাংলা), [রাজ্য], বসিরহাট, উত্তর ২৪ পরগনা, ০৮/০৬/২০২৫ : সপ্তম শ্রেনীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে প্রতিবেশী বছর ৬৬ প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিস।
অভিযুক্ত নেসার গাজীকে পকসো আইনে মামলা রুজু করে পাঁচ দিনের পুলিসি হেপাজাত চেয়ে আজ দুপুরে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করলে বিচারক চার দিনের পুলিসি হেপাজাতে নির্দেশ দেয়। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায় গত পরশু বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী নেসার গাজি নামে এক পৌড় বাড়িতে ঢুকে ১৩ বছরের এক নাবালিকা সপ্তম শ্রেনীতে পড়ে, তাকে জোর করে তার গায়ে হাত দেয়, যৌন নির্যাতন করে বলে অভিযোগ উঠেছে। নাবালিকার চিৎকারে ঘটনাস্থল ছেড়ে পালায় ঐ প্রৌঢ় । নাবালিকার মা কর্ম সূত্রে কলকাতায় কাজ করে। খবর পেয়ে বাড়িতে ফিরলে গতকাল রাতে অভিযুক্ত ঐ প্রৌঢ়র বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ করে. পুলিস তাকে গতকাল রাতেই গ্রেফতার করে।
আজ ঐ অভিযুক্ত প্রৌঢ় নেসার গাজীকে পকসো আইনে মামলা রুজু করে পাঁচ দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট আদালতে হাজির করলে বিচারক চার দিনের পুলিসি হেফাজাতে রাখার নির্দেশ দেন । নাবালিকার পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে ওই ছাত্রী গায়ে জ্বর নিয়ে স্যান্ডেলের বিল গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় সেই সুবাদে ওই প্রৌঢ়র সঙ্গে পরিচয় হয় তারপর ওই ছাত্রী কেমন আছে দেখতে যাওয়ার নাম করে তার বাড়িতে ঢুকে এই ধরনের কুকীর্তি করে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।