নিজের হাতে রেঁধে পথ কুকুরদের খাওয়ান থানার সব ইন্সপেক্টর। কোনোদিন অভুক্ত থাকেনি চারপেয়েরা।

আজ খবর (বাংলা), [রাজ্য], শান্তিপুর, নদীয়া, ০১/০৭/২০২৫ : ডিউটির ফাঁকে নিজের হাতে রান্না করে থানা এবং থানা সংলগ্ন প্রায় কুড়ি থেকে ২৫ টি পথের সারমেয়র দায়িত্ব নিয়ে খাওয়া দেওয়ার ব্যবস্থা করে চলেছেন শান্তিপুর থানার সাব-ইন্সপেক্টর। তার এই কর্মকাণ্ডে খুশি থানার অন্যান্য আধিকারিক থেকে শুরু করে শান্তিপুরের সাধারণ মানুষও।
কথায় বলে জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর! তারই জ্বলন্ত উদাহরণ দেখা গেল শান্তিপুর থানায়। সাব ইন্সপেক্টর বিপ্লব ব্যানার্জি আজ হয়ে উঠেছে পথকুকুরদের বন্ধু। কর্মব্যস্ততার মাঝেও প্রতিদিন শান্তিপুর থানায় একাধিক সারমেওদের দিনে তিন থেকে চারবার খাবার খাওয়ান তিনি। তার কারণ এদের মধ্যে অধিকাংশই থাকে অভুক্ত।
ডিউটির চাপের মধ্যেও এক ব্যতিক্রমী নজির গড়লেন শান্তিপুর থানার এক সাব-ইন্সপেক্টর। নিজের কর্তব্য পালনের ফাঁকে তিনি নিয়মিত তিন বেলা করে খাওয়াচ্ছেন একাধিক পথকুকুরকে। শুধুই ডিউটি নয়, তাঁর এই মানবিক দায়িত্ববোধ ও পশুপ্রেম নজর কেড়েছে সাধারণ মানুষের। জানা যায়, এই সাব-ইন্সপেক্টর রোজ সকালে, দুপুরে ও রাতে নিজের হাতে খাবার রান্না করে খাওয়ান থানা এবং থানা সংলগ্ন প্রায় ১০ থেকে ১২ টি কুকুরকে। খাবার হিসেবে তিনি দিচ্ছেন ভাত, মাংস, কখনও বিস্কুট বা দুধ। শুধু খাওয়ানো নয়, তিনি খেয়াল রাখছেন যেন কোন কুকুর অসুস্থ না হয় কিংবা গরমে কষ্ট না পায়—তাদের জন্য রাখা হচ্ছে পর্যাপ্ত জলও।এই কাজে সাহায্য করছেন তাঁর কিছু সহকর্মীও।
এলাকার বিশাল উৎসবে যখন শহরজুড়ে ব্যস্ততা ও উত্তেজনা তুঙ্গে, তখন এমন একটি নিঃশব্দ, স্নেহময় উদ্যোগ নিঃসন্দেহে সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দিচ্ছে। শুধু আইনরক্ষা নয়, মানবিকতার রক্ষাকবচ হয়ে উঠছেন এই কর্তব্যরত পুলিশ আধিকারিক।