বোমাবাজি আর খুনের ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে।

আজ খবর (বাংলা), [রাজ্য], বহরমপুর, মুর্শিদাবাদ, ০১/০৭/২০২৫ : ফের বোমাবাজির ঘটনা ঘটল মুর্শিদাবাদে। এই ঘটনায় নিহত হয়েছেন একজন। ঘটনাস্থলে প্রচুর পুলিশ।
আজ সকালে ফের বোমাবাজির ঘটনা ফহতায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার আলী নগর গ্রামের ভিতরে। এই জায়গাটি নওদা থানার অন্তর্গত। বোমাবাজির ঘটনা শুরু হতেই ঘটনাস্থলে পৌঁছে যায় নওদা থানার পুলিশ। পরে ঐ গ্রামে পুলিশের বিশাল একটি বাহিনী পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফ থেকে জানায় হয়েছে ঐ গ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে.
বোমাবাজির ঘটনায় আলীনগর গ্রামের একজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর নাম রফিকুল শেখ বলে জানা যাচ্ছে। তবে বোমার লক্ষয় ছিলেন আফিকুল, বোমা গিয়ে লাগে রফিকুলের গায়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর রক্তাক্ত দেহ নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। কে বা করা বোমাবাজি করেছে, কেই বা রফিকুলকে খুন করে চলে গেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, জমি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনায় কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয় নি.