উলোট পুরান, জ্যান্ত বিষধর সাপকে গিলে খেলো ব্যাঙ 

আফ্রিকা বা আমেরিকায় এ দৃশ্য একেবারে বিরল নয়, তবে ভারতে এই দৃশ্য আগে কেউ দেখেছে বলে মনে করতে পারছে না কেউ। 

আজ খবর (বাংলা ), [রাজ্য],  মালবাজার,জলপাইগুড়ি, ০১/০৭/২০২৫ : উলট পুরাণ! আস্ত বিষধর সাপ গিলে খেল ব্যাঙ, এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাল মহকুমার ধোলাবাড়িতে। 

প্রকৃতির খেয়ালে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। যা বিশ্বাস করাও কঠিন, চোখে না দেখলে যেন গল্পই মনে হয়! মাল মহকুমার ক্রান্তি ব্লকের ধোলাবাড়ি এলাকায় দেখা গেল এক বিরল দৃশ্য—একটি বিশালাকৃতির ব্যাঙ ধীরে ধীরে গিলে খেল এক বিষধর শাখামুটি সাপকে যাকে ইংরেজিতে ব্রান্ডেড ক্রেট বলা হয় । ঘটনাটি প্রত্যক্ষ করে হতবাক হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। আর তারপর থেকেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধোলাবাড়ি গ্রামের এক প্রান্তে কয়েকজন বাসিন্দা হঠাৎই লক্ষ্য করেন, একটি বড় ব্যাঙ একটি সাপকে মুখে পুরে ফেলছে। ভারতবর্ষের অন্যতম বিষধর প্রজাতির সাপকে। এমন ঘটনা দেখে আশপাশের মানুষজন দৌড়ে এসে ভিড় জমায়। মোবাইল ক্যামেরায় বন্দি হয়ে যায় সেই অদ্ভুত  দৃশ্য।

বছরের পর বছর ধরে সবাই জেনে এসেছে যে ব্যাঙ হল সাপের খাদ্য। সাপ ব্যাঙ শিকার করে খায়, এটাই প্রকৃতির চক্র। কিন্তু এখানে ঘটল সম্পূর্ণ উল্টো। একেবারে যেন “উলট পুরাণ”। নিজের চোখে সেই দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ প্রত্যেকেরই।

ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হয় বন দপ্তরের স্থানীয় আধিকারিকদের সঙ্গে। যদিও তাঁরা ঘটনাটি সরাসরি প্রত্যক্ষ করেননি, তবে এই বিষয়ে জানতে পেরে প্রথমে অবাক হলেও পরে জানান, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দেশে এমন দৃশ্য নতুন নয়। সেখানে বড় আকারের কিছু প্রজাতির ব্যাঙ, বিশেষত ‘বুলফ্রগ’, সাপ, ছোট পাখি এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণীকেও গিলে ফেলার ক্ষমতা রাখে। ভারতের পরিবেশে এই ধরনের ঘটনা খুবই বিরল হলেও একেবারে অসম্ভব নয় বলেই মত তাঁদের।

এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।  এলাকার বাসিন্দারা  বলেন, “সাপে ব্যাঙ খায়—এ তো শুনেই এসেছি। কিন্তু ব্যাঙ সাপ খায়, তা নিজে না দেখলে কখনও বিশ্বাস করতাম না। প্রকৃতি যে কত কিছু লুকিয়ে রেখেছে, তা চোখে না দেখলে বোঝা যায় না।”

সব মিলিয়ে, এই অস্বাভাবিক ঘটনাটি ফের প্রমাণ করল, প্রকৃতি কখনও কখনও নিজের নিয়ম ভেঙেই নতুন রহস্য তৈরি করে। আর সেই রহস্যময় মুহূর্তের সাক্ষী রইলো জলপাইগুড়ি জেলার মাল মহকুমার ধোলাবাড়ি এলাকা।


Loading

Leave a Comment