
আজ খবর (বাংলা), [রাজ্য], আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ, ০৭/০৪/২০২৫ : পূরণ মামলা থেকে বেকসুর খালাস ফালাকাটা বিধায়ক।শ্লীলতাহানি, অস্ত্র হাতে হামলা, টাকা লুঠের অভিযোগে আলিপুরদুয়ার আদালতে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন কে বেকসুর খালাস । আজ আদালতে চূড়ান্ত শুনানিতে বেকসুর খালাস ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন ।
বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন,২০১৮ সালের কেস। ৭/৮ বছর হয়ে গেছে। সমস্ত মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। বিচারপতি আজ জানালেন এই কেস থেকে আপনারা মুক্ত। তিনি বলেন,আমাদের বিরুদ্ধে অভিযোগ ছিল টাকা লুঠ, শ্লীলতাহানি ও অস্ত্র হাতে হামলার অভিযোগ।তার সাফ কথা ধর্মের কল বাতাসে নড়ে। নিশ্চয় মুক্ত হলাম। ভালো লাগছে।
এ ব্যাপারে তৃনমূল নেতা মৃদুল গোস্বামী বলেন, তৃনমূল কে কেন জড়ানো হল বুঝলাম না। ব্লক সভাপতি, পঞ্চায়েত, দলের কোন নেতৃত্ব অভিযোগ করেছিল? প্রশ্ন তোলেন তৃনমূল নেতা মৃদুল গোস্বামী। তিনি আর ও বলেন, এটা সাধারন মানুষ অভিযোগ করেছিলেন। দলের কোন নেতা অভিযোগ করেন নি। এটা পলিটিক্যাল ব্যাপার নয়। অনেক কেস আদালতে বেকসুর খালাস হয় । তিনি প্রশ্ন তোলেন অভিযোগ কারী কে? তখন তো আমি তৃনমূলের সভাপতি ছিলাম। আমাদের দলের কেউ জড়িত নয়।
এদিকে এটি হাস্যকর কেস বলে আখ্যা দেন দীপক বাবুর আইনজীবী ভাস্কর দে