শিক্ষকদের এই পরিস্থিতির জন্যে রাজ্য সরকারই  দায়ী  : শুভেন্দু 

আজ খবর (বাংলা), [রাজনীতি],  কলকাতা , পশ্চিমবঙ্গ, ০৭/০৪/২০২৫ :   বিধানসভার বাইরে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনার ঝড় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা  অধিকারী। 

উপস্থিত সাংবাদিকদের শুভেন্দু বলেন, ” নেতাজি ইনডোর স্টেডিয়ামে মাত্র সাত হাজার চাকরিহারা শিক্ষকদের ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বাকিদের আর ডাকেন নি, ভিতরেও ঢুকতে দেওয়া হয় নি। তার মানে এই সাত হাজার শিক্ষকদেরকে মমতা যোগ্য  বলে মনে করছেন। আর বাকিরা  অযোগ্য ! কাদাপাড়ার পার্টি অফিস থেকে এই শিক্ষকদের ভিতরে প্রবেশ করার পাস্ জোগাড় করতে হয়েছে। নেতাজি ইনডোরে শিক্ষক ছাড়াও বাকিরা যারা আছে তারা হল সাদা পোশাকের পুলিশ।আর যারা বসে আছে, তারা সাদা পোশাকের পুলিশ। তারা  আছে মুখ্যমন্ত্রীকে রক্ষা  করতে। স্টেডিয়ামের অনেক আসন ফাঁকাই পড়ে আছে।”

শুভেন্দু বলেন, “২০২২ সালে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পাঁচ-সাড়ে পাঁচ হাজার শিক্ষাকর্মী  অযোগ্য  বলেছিলেন। সেই সময় যদি সেই অনুযায়ী রাজ্য সরকার অযোগ্যদের তালিকা আদালতে পেশ করত  তাহলে আজ আর এই দিন দেখতে হত না। মাত্র পাঁচ- সাড়ে পাঁচ হাজার লোকের চাকরি যেত, সেই সময় রাজ্য সরকার ইগো দেখিয়ে বসে রইল। যোগ্য অযোগ্যদের তালিকা দিল না আদালতকে। তারই পরিণামে আজ এই অবস্থা তৈরি হয়েছে। শিক্ষকদের এই পরিস্থিতির জন্যে রাজ্য সরকারই  দায়ী। “

শুভেন্দু আরও বলেন, “শিক্ষা ক্ষেত্রে কে কত টাকা খেয়েছে, তা প্রকাশ হয়ে যেতে বসেছে। ৭২ মিনিটের ফুটেজ সিবিআইয়ের কাছে আছে. সেখানে সুজয় কৃষ্ণ ভদ্র সব কিছুই বলেছেন। লিপ্স এন্ড বাউন্ড কোম্পানির ডিরেক্টর কে বা কারা সব কিছুই প্রকাশ্যে এসে যাবে। “


Loading

Leave a Comment