ব্র্যাভোকে টপকে গেলেন ভুবনেশ্বর কুমার

আজ খবর (বাংলা), [খেলা] মুম্বই , মহারাষ্ট্র, ০৮/০৪/২০২৫ :  আইপিএল এলেই জ্বলে ওঠেন পেসার ভুবনেশ্বর কুমার।  রয়াল  চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে নেমে বল হাতে তিনি  আইপিএলে সব থেকে বেশি উইকেট নেওয়া ওয়েস্ট ইন্ডিজের ব্র্যাভোকেও  টপকে গেলেন।

মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে দর্শকরা দেখলেন, যে ম্যাচ আরসিবির থেকে দূরে সরে যাচ্ছিল, সেই ম্যাচেই মহা মূল্যবান উইকেটটি ঠিক সময়ে তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। গোটা ম্যাচে ভুবি ৪৮টা  রান দিয়েছে ঠিকই, কিন্তু মুম্বইয়ের  হয়ে যে তিলক ভার্মা ম্যাচটাকেই পকেটে পুরে  নিয়ে চলে যাচ্ছিল, সেই তিলক ভার্মার মহামূল্যবান উইকেটটি চুপচাপ তুলে নিল  ভুবনেশ্বর কুমার। 

গতকাল রয়াল  চ্যালাঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাথে  ম্যাচে টস জিতে মুম্বই  ইন্ডিয়ান্স ফিল্ডিং নিয়েছিল।  ব্যাট হাতে খেলতে নেমে  বিরাট কোহলি ৪২ বলে ৬৭ রান করেন (তাঁর ইনিংসে ছিল ২টো  ছক্কা আর ৮টা  চার), দেবদূত পাদিক্কাল  তোলেন ২২ বলে ৩৭ রান (২ টো চার, ৩টি ছক্কা), রজত পাটিদার ৩২ বলে ৬৪ রান তোলেন (৫টা  চার, ৪টি  ছক্কা),  জিতেশ শর্মা তোলেন ১৯ বলে ৪০ রান (২ টো  চার, ৪টা  ছক্কা), তিনি অপরাজিত থেকে যান।  ব্যাঙ্গালুরুর মোট রান গিয়ে দাঁড়ায় ৫ উইকেটে ২২১।  মুম্বইয়ের হয়ে এদিন বল হাতে হার্দিক পান্ডিয়া ৪৫ রান দিয়ে ২ উইকেট, বোল্ট ৫৭ রান দিয়ে ২ উইকেট এবং ভিগনেস  পুটুর একটি উইকেট পান। 

রান তাড়া  করতে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ১২ ওভারে ৯৯ রান তোলে, কিন্তু ৪টি উইকেট হারায়।  ঠিক এই সময় তিলক ভার্মা ব্যাট হাতে ঝড় তুলে মুম্বইকে আশার আলো দেখাতে থাকেন, তিনি ৪টি  চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৫৬ রান তোলেন। তাঁর ঝোড়ো ব্যাটের দাপট দেখে মনে হচ্ছিল ম্যাচটাই বুঝি তিনি পকেটে করে নিয়ে চলে যাবেন। ঠিক এই সময় তাঁর মহামূল্যবান উইকেটটি তুলে নেন ভুবনেশ্বর কুমার। ভার্মা ছাড়া মুম্বইয়ের  হার্দিক পান্ডিয়া খুবই ভালো খেলেছেন, তিনি ৩টি চার ও ৪টি ছক্কার মাধ্যমে মাত্র ১৫ বলে ৪২ রান তুলেছেন। 

এদিন ব্যাঙ্গালুরুর হয়ে ক্রোনাল পান্ডিয়া ৪৫ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন, জোস  হ্যাজেলউড ৩৭ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন এবং ভুবনেশ্বর কুমার ৪৮ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন তবে সেটাই সবচেয়ে মূল্যবান উইকেট, যার ওপর ভর করে মুম্বই  এক সময় জেতার স্বপ্ন দেখতে শুরু করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যাঙ্গালুরুর কাছে তাদের ১২ রানে হার স্বীকার করতে হল।  আরসিবি ৩টি ম্যাচ জিতে (তিনটিই এওয়ে ম্যাচ)  এবং ৪টি ম্যাচে হেরে এই মুহূর্তে টেবিলের ৩ নম্বরে রয়েছে। সেখানে মুম্বই  ইন্ডিয়ান্স  মোট ৮টি ম্যাচ খেলে ১টিতেই জিতেছে, বাকি ম্যাচগুলিতে হেরেছে, তারা এখন টেবিলের ৮ নম্বরে রয়েছে। 


Loading

Leave a Comment