
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৫/০৪/২০২৫ : কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রককে মুর্শিদাবাদের হিংসাত্মক ঘটনা প্রবাহ সম্বন্ধে বিস্তারিতভাবে অবহিত করানো হয়ছে। যেখানে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এটা ক্রমেই স্পষ্ট হচ্ছে যে মুর্শিদাবাদের ঘটনায় বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা মুর্শিদাবাদে বেআইনিভাবে প্রবেশ করে হিংসার ঘটনায় অংশ নিয়ে থাকতে পারে। আবার এটাও হতে পারে যে বাংলাদেশিও দুষ্কৃতিদের সাহায্য করেছিল স্থানীয় কিছু নেতারা।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক মুর্শিদাবাদ সহ অন্যান্য স্পর্শকাতর জেলাগুলিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। স্বরাষ্ট্র মন্ত্রক এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে রাজ্যের চিফ সেক্রেটারি এবং ডিজিপির সাথে সম্পর্ক রেখে চলেছে। এর আগে ডিজিপি জানিয়েছিলেন মুর্শিদাবাদে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে যাচ্ছে। এবং গভীরভাবে নিরীক্ষণ করা হচ্ছে। বিএসএফকে স্থানীয়ভাবে পোস্টিং করানোর কাজও করা হয়েছে। গণ্ডগোল করার অভিযোগে অন্তত ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওয়াকফ সংশোধন আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ থেকে হিংসার আগুন ছড়িয়েছিল জেলার বিভিন্ন জায়গায়। সেই আগুন ছড়িয়ে পড়েছিল নদীয়া, মালদা এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায়। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে বিএসএফকে মোতায়েন করা হয়েছিল আর তার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে. গোটা ব্যাপারটির গুরুত্ব বুঝে স্বরাষ্ট্র মন্ত্রক মুর্শিদাবাদে সীমান্ত এলাকায় আধা সামরিকবাহিনী মোতায়েন করেছে ..