আগামীকাল হাইকোর্টে PIL দাখিল করবেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা 

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৪/২০২৫ :  মুর্শিদাবাদে কিছুদিন ধরে যে হিংসার ঘটনা ঘটেছে তা নিয়ে বিচার চাইতে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিয়াল একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (PIL ) দাখিল করতে চলেছেন কলকাতা হাইকোর্টে।

বিজেপি নেতারা অভিযোগ করেছেন, “মুর্শিদাবাদে হিন্দুরা আক্রান্ত হয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং এই ব্যাপারে জেহাদিদের পাশে দাঁড়িয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়।”

প্রিয়াঙ্কা বলেছেন, “আজ পয়লা বৈশাখ, বাঙালির নতুন বছর শুরু হচ্ছে। এর মধ্যেই খবর আসছে বাঙালি হিন্দুরা ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে অন্যত্র। পালাতে হচ্ছে কেননা মুখ্যমন্ত্রী জেহাদিদেরকেই সমর্থন করছেন। তবে যাঁরা পালিয়ে যাচ্ছেন তাঁরা রাজ্যের মধ্যেই কোথাও না কোথাও গিয়ে আশ্রয় নিচ্ছেন।  তাঁরা আশা করছেন সমস্যা হয়ত তাড়াতাড়ি মিটে  যাবে।”

প্রিয়াঙ্কা জানিয়েছেন, “আগামীকাল তিনি হাইকোর্টে একটি পি আই এল এর জন্যে আবেদন করবেন, তবে সেটা করা হবে সন্দেশখালি নিয়ে। দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।  সেই ক্ষতিপূরণ করবে রাজ্য সরকার। সেই মর্মেই আমিন আবেদন জানাতে চলেছি কলকাতা হাইকোর্টে।”


Loading

Leave a Comment