কেকেআরের হারের দায় নিলেন রাহানে 

আজ খবর (বাংলা), [খেলা], মুলানপুর, পাঞ্জাব,  ১৬/০৪/২০২৫ :   পাঞ্জাবের কাছে এভাবে যে শোচনীয় পরাজয় আসবে, তা বোধ হয় স্বপ্নেও ভাবতে পারেন নি কে কে আর-এর সমর্থকেরা। রবে এই শোচনীয় হারের দায় নিজের মাথায় নিয়েছেন স্কিপার অজিঙ্কা রাহানে।

গতকাল আগে ব্যাট করে পাঞ্জাব সর্বসাকুল্যে তুলতে পেরেছিল ১১১ রান. নির্ধারিত ওভারের অনেক আগেই অল আউট হয়ে নিজেদের ইনিংস শেষ করে ফেলেছিল পাঞ্জাব।   কেকেআর–এর সামনে  ১১২ রানের টার্গেট। হালকা মেজাজে খেলতে নেমে আউট হয়ে দলের চাপ বাড়িয়ে দেন সুনীল নারিন। এরপর কলকাতা নাইট রাইডার্স যেন লাল ঝড়ে নিমেষে উড়ে গেল।  পরপর উইকেট পড়তে থাকে নাইট রাইডার্সের। রাসেলের  দুটো ওভার বাউন্ডারি আর একটি বাউন্ডটি বিন্দুমাত্র অক্সিজেন জোগাতে পারে নি নাইট বাহিনীকে।

সামান্য ১১২ রান তুলতে পারল না নাইট ব্রিগেড। নির্ধারিত সময়ের অনেক আগেই লুটিয়ে পড়ল. ম্যাচটা দুর্দান্ত খেলে বের করে নিয়ে গেলো পাঞ্জাব।  নাইট রাইডার্সের এই শোচনীয় হার মেনে নিতে পারেন নি নাইট সমর্থকেরা। এই পরাজয়ের দায় স্বীকার করেছেন অজিঙ্কা রাহানে। তিনি বলেছেন, “ঠিক সময়ে খেলার মোড়  ঘোরাতে আমরা ব্যর্থ হয়েছি। আমার নিজেরই আরও দায়িত্বশীল হওয়া  উচিত ছিল. আরও ভাল ব্যাটিং করা উচিত ছিল. এই হারের দায় আমিও মাথা পেতে নিচ্ছি।”


Loading

Leave a Comment