মুখোমুখি ধাক্কা দুই মালগাড়ির, মৃত ২, আহত ৪ 


আজ খবর (বাংলা), [দেশ], সাহেবগঞ্জ, ঝাড়খন্ড, ০১/০৪/২০২৫ :
  সাহেবগঞ্জ-এর  কাছে দুটি মালগাড়ির  মুখোমুখি সংঘর্ষের ফলে দুজনের মৃত্যু হয়েছে।  এই রেললাইনটি অবশ্য ন্যাশনাল থার্মাল পাওয়ারের নিজস্ব লাইন ছিল। 

সাহেবগঞ্জ এর এই রেললাইন যুক্ত রয়েছে কাহালগাঁও এবং ফারাক্কা থার্মাল পাওয়ারের সাথে। একই লাইনে চলে এসে দুটি মালগাড়ি একে  অপরকে মুখোমুখি ধাক্কা মারে। এর ফলে দুই ট্রেনেই ইঞ্জিন সহ বেশ কয়েকটি বগি লাইন থেকে ছিটকে নিচে গড়িয়ে যায়।  এই ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে এবং অন্তত চারজন আহত হয়েছেন। ফারাক্কা এনটিপিসির তরফ থেকে জানানো হয়েছে দুটি মালগাড়িই  ছিল ফাঁকা, কোন মাল ছিল না। 

ফারাক্কা এনটিপিসির তরফ থেকে বলা হয়েছে, ‘একটি মালগাড়ি লাইনের ওপর দাঁড়িয়েছিল, সেই সময় আর একটি মালগাড়ি ঐ  একই লাইনে এসে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিকে ধাক্কা মারে। এই ঘটনায় দুজন মারা গিয়েছেন, তাঁদের দেহ ময়না তদন্তের জন্যে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মালদা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। দরকারে তাঁদেরকে চিকিৎসার জন্যে কলকাতাতেও পাঠানো হতে পারে। তবে ঠিক কি কারনে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।’ 


Loading

Leave a Comment