
আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ০১/০৪/২০২৫ : আগামীকাল লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ (এমেন্ডমেন্ট) বিল ২০২৪, যা নিয়ে লোকসভা অশান্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। কেননা এই বিলের তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি।
বুধবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বের পরেই পেশ হতে চলেছে ওয়াকফ (এমেন্ডমেন্ট) বিল। ওয়াকফ বিলে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে প্রস্তাবে, যার বিরোধিতা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। গতকাল সংখ্যালঘু সম্পর্কিত মন্ত্রী কিরেন রিজিজু দিল্লীর বিজেপি সদর দপ্তরে বিজেপি মুখপাত্রকে এই বিল নিয়ে সবকিছুই বুঝিয়ে দিয়েছেন। আগামীকাল এই বিল লোকসভায় পেশ করা হবে।
বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, ‘ওয়াকফ বিল সংশোধনী প্রস্তাব যথেষ্ট সচ্ছতার সাথে পেশ করা হবে সংসদে। অতীতে এই বিলে যেটুকু ভুলভ্রান্তি ছিল, সেই ভুলভ্রান্তিগুলিকেই শুধরে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সংশোধনের ফলে এই বিলের বেশ কিছু ত্রুটির প্রতিকার করা যাবে, ওয়াকফ সম্পত্তিগুলিকে সংরক্ষণ করা যাবে এবং দরিদ্র সংখ্যালঘু মানুষ উপকৃত হবেন’।
বিজেপির এই বক্তব্যের বিরোধিতা করেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, AIMIM এর মত রাজনৈতিক দলগুলি। আসাউদ্দিন ওয়াইসি এই বিলকে অসাংবিধানিক বলে ‘ওয়াকফ বরবাদী’ বিল নামে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন “এই সংশোধনী বেআইনি কারন এই সংশোধনী ১৪, ২৫, ২৬ ও ২৯ নম্বর আর্টিকেলকে নস্যাৎ করে দিচ্ছে। এই সংশোধনী বিল আসলে মুসলিমদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা মাত্র।” অখিলেশ যাদব বলেন, “বিজেপি আসলে সবকিছুকেই নিজেরা নিয়ন্ত্রণ করতে চায়। আমরা এই প্রস্তাবের বিরোধিতা করছি।”