
আজ খবর (বাংলা), [খেলা],. মুম্বই , মহারাষ্ট্র, ০১/০৪/২০২৫ : বেশ ক্লান্ত দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলটাকে। যেন বিদ্ধস্ত যোদ্ধারা কোনো রকমে কিছু একটা করতে নেমেছেন। দুটি ম্যাচে হেরে মনোবল যেন তলানিতে গিয়ে ঠেকেছে।
টিমটার হল টা কি ? এই প্রশ্নই যেন কুড়ে কুড়ে খাচ্ছে নাইট সমর্থকদেরকে। মুম্বইয়ের সাথে ম্যাচটাই ধরা যাক না ! ঐ ম্যাচটা কি ওভাবে শেষ হওয়ার ছিল ? চরম হতাশ কেকেআর সমর্থকেরাই। গতকালের খেলায় রমনদীপ সিং ১২ বলে ২২ রান, অঙ্গক্রিষ রঘুবংশীর ১৬ বলে ২৬ রান আর রাসেলের দুইবার বাউন্ডারি হাঁকানো ছাড়া আর কোনো ভেলকি দেখাতে পারেন নি কেকেআর-এর ব্যাটাররা। সব মিলিয়ে প্রতিপক্ষ মুম্বইকে মাত্র ১১৭ রানের টার্গেট দিয়েই দায়িত্ব সেরে নিয়েছে কেকেআর।
খেলার শেষে প্রেস মিটে এসে মুম্বইয়ের কাছে লজ্জার হার স্বীকার করার বিষয়টি যে লজ্জাজনক তা মেনে নিয়েছেন অলরাবাউন্ডার স্কিপার রমনদীপ সিং. তিনি বলেছেন, “দলের ওপেনিং জুটি এবং মিডল অর্ডার ব্যর্থ হলে টেল এন্ডারদের ওপর চাপ এসে পড়ে। এক্ষেত্রেও তাই হয়েছে। তবে যে কোনো দলের সামনেই এই ধরনের পরিস্থিতি আসতে পারে। আমাদের সাথে যা কিছু ঘটেছে তা বেশ দুর্ভাগ্যজনক। তবে রি টুর্নামেন্টের এখনও অনেক বাকি। আমি আশা করব আগামী দিনে এই ধরনের অবস্থা আমাদের সামনে এলেও আমরা ভেঙে পড়ব না, আমরা লড়াই করব।”
ব্যর্থতা অতীত, ফের আশায় বুক বাঁধতে চাইছে গোটা নাইট শিবির, শাহরুখ খান নিজে, এমনকি নাইট সমর্থকেরাও।