মধ্যরাত্রে আইসির উপস্থিতিতে কিভাবে পুলিশ একটি রাজনৈতিক দলের অফিসের তালা ভেঙে ঢুকে পড়তে পারলো সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ কি কোনো তল্লাশি অভিযান চালাচ্ছিল ?

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুনগঞ্জ,বাঁকুড়া, ১৫/০৬/২০২৫: নিজস্ব প্রতিনিধি : বিজেপি জেলা পার্টি অফিসে মধ্যরাতে তালা ভেঙে পুলিশের হামলা, এমনটাই অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আজ থানা ঘেরাও এর ডাক বিজেপির।
বিজেপির বাঁকুড়া নতুনগঞ্জ জেলা পার্টি অফিসে তালা ভেঙে রাতের অন্ধকারে পুলিশের তাণ্ডব! শনিবার গভীর রাত ২ টো নাগাদ বাঁকুড়া জেলা পুলিশের একটি টিম বাঁকুড়া সদর থানার আইসির উপস্থিতিতে, বাঁকুড়া সদর থানার পুলিশ ও খাতড়া থানার পুলিশ বাহিনী বিজেপি’র জেলা পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের ভিতরে ঢুকে কাগজপত্র তছনছ করে বলে অভিযোগ বিজেপির। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।
বিজেপির জেলা সভাপতি কটাক্ষ করে বলেন, “এই ঘটনা প্রমাণ করে, পশ্চিমবঙ্গ পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে।” তাঁর দাবি, রাজ্যের খাদ্য ও সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলার ঘটনায় বিজেপির নাম জড়িয়ে মিথ্যা প্রতিহিংসা চরিতার্থ করতে পুলিশ এই অভিযান চালিয়েছে।
ঘটনার প্রতিবাদে আজ থানাঘেরাও এবং তৎ সংলগ্ন রাস্তা অবরোধের ডাক দিয়েছে বাঁকুড়া জেলা বিজেপি। জেলার রাজনীতিতে চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।