সারারাত বৈকুণ্ঠপুর অরণ্যে চিরুনি তল্লাশি চালিয়ে দুই ডাকাতকে টাকা সহ গ্রেপ্তার করেছে পুলিশ, পুলিশের এই কাজ অবশ্যই প্রশংসনীয়

আজ খবর (বাংলা), [রাজ্য], ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ১৫/০৬/২০২৫ : নিজস্ব প্রতিনিধি : গতকাল ময়নাগুড়ি থেকে গ্যাস কাটার দিয়ে একটি এটিএম মেশিন থেকে প্রায় ৫৬ লক্ষ টাকা লুঠ করে পালিয়ে যায় ডাকাতরা।
এটিএম থেকে টাকা লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ি জুড়ে। পুলিশের তাড়া খেয়ে এই ডাকাতদল ঢুকে পড়ে বৈকুন্ঠপুর অরণ্যে। তারপর জঙ্গলের পথ ধরেই চুপিসারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে. পুলিশ বুঝতে পারে ডাকাতদল অরণ্যে প্রবেশ করেছে। সেই মুহূর্তে পুলিশ কিসিন্টু এতটুকুও পিছপা হয় নি. পুলিশও বৈকুন্ঠপিয়ের অরণ্যে প্রবেশ করে এবং খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে. পুলিশের আর কয়েকটি দল বৈকুণ্ঠপুর অরণ্যের বাইরে বিভিন্ন জায়গায় পাহারা দিতে থাকে।
গতকাল প্রায় সারারাত অরণ্যের ভিতরে তল্লাশি চালিয়েছে পুলিশ। ঐ ডাকাত দলের দুজনকে পুলিশ ধরতে পেরেছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের হেফাজত থেকে এখনো পর্যন্ত ১৫ লক্ষ্য টাকা উদ্ধার করা গিয়েছে। ঐ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি দের খোঁজে এখনো বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ধৃতদের মধ্যে একজনের নাম আসলাপ খান (৫৫), হরিয়ানার বাসিন্দা, আর এক জন মহম্মদ সমসের খান (৩৭), বিহারের বাসিন্দা।