বিশ্ব প্রবীণ দিবস  উপলক্ষ্যে  জলপাইগুড়িতে সচেতনতা সভা 

প্রবীণদের নিরাপত্তার দিকটা আজ যথেষ্ট অবহেলিত। বেশিরভাগ পরিবারে যেন ক্রমেই  পিছিয়ে পড়ছেন প্রবীণরা। আজ বিশ্ব প্রবীণ দিবসে সচেতনতা শিবির হল জলপাইগুড়িতে। 

আজ খবর (বাংলা), [রাজ্য] জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ,  ১৫/০৬/২০২৫ :নিজস্ব প্রতিনিধি : বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে বিশেষ অনুষ্ঠান জলপাইগুড়িতে।

রবিবারে আজকের দিনটিকে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয় সমগ্র পৃথিবী জুড়ে।  তারই অংশ হিসেবে এদিন ডি এল এস এ,এবং এস এল এস এ,জলপাইগুড়ির উদ্যোগে এক বিশেষ কর্মসূচী পালিত হয় শহরের প্রয়াস সভা ঘরে।  এই অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জজ,  জেলা পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং শহরের প্রবীণ নাগরিকদের একটি বড় অংশ।

এই বিশেষ দিন প্রসঙ্গে বলতে গিয়ে  বিচারক সুদেষ্ণা মোহন্ত বলেন, “বর্তমানে আমাদের দেশের মোট জনসংখ্যার ১২ শতাংশ প্রবীণ নাগররীক এবং ২০৫০ সালে এই সংখ্যাটি ১৯ শতাংশ হবে , যে সময় প্রতি ৬ জনের মধ্যে একজন প্রবীণ ব্যক্তি পাওয়া যাবে। এই বিপুল সংখ্যক প্রবীণ নাগরিকেরা আজকের তারিখে পরিবার থেকে শুরু করে সমাজের বিভিন্ন অবস্থানে দুর্ব্যবহার এবং নানান ধরনের নির্যাতনের শিকার। এই সামাজিক ব্যাধি থেকে বেরিয়ে আসতেই এমন বিশেষ দিনের ঘোষণা এবং বিশ্ব জুড়ে সচেতনতা মূলক প্রচার।” .

অপরদিকে এই বিশেষ দিন প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খন্ড বাহালে গনপত বলেন, “আজ বিভিন্ন ভাবে প্রবীণ নাগরিকেরা নির্যাতনের শিকার, আমাদের সবাইকে এই বিষয়ে আরও  ওয়াকিবহাল হতে হবে,  এরই সঙ্গে এর বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়ে যেতে হবে।”


Loading

Leave a Comment