জঙ্গীদেরকে নিকেশ না করে নড়বে না সেনা জওয়ানরা 

আজ খবর (বাংলা), [দেশ], কাঠুয়া, জম্মু ও কাশ্মীর , ০১/০৪/০২০২৫ :  আজ ফের জম্মু ও কাশ্মীরের কাঠুয়া অঞ্চলে জঙ্গীদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে। গুলি চলছে দুই তরফেই।  কাঠুয়া জেলায় এই মুহূর্তে অপারেশন চালিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। 

গতকাল গভীর রাতে কাঠুয়া জেলার বিল্লাওয়ার এলাকায় নতুন করে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছিল নিরাপত্তা বাহিনী।  গোটা এলাকা কর্ডন করে চিরুনি তল্লাশি চালানো হচ্ছিল, সেই সময় জঙ্গীদের তরফ থেকে ছুটে আসে গুলি। আর তখন থেকেই শুরু হয়ে যায় এনকাউন্টার। গভীর রাত থেকেই ওই  গ্রামে গুলির লড়াই চলছে। 

গতকাল কাঠুয়ার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং কিছু জায়গায় নিরাপত্তা বাহিনীকে গুলি চালাতে হয়েছিল। কিন্তু বিল্লাওয়ার গ্রামে জঙ্গীরা লুকিয়ে আছে এমন নিশ্চিত খবর পেয়েই ঝাঁপিয়ে পড়েছে নিরাপত্তা বাহিনী, এর মধ্যেই এক জওয়ানের মৃত্যু হয়েছে, আর তাতেই তেতে রিয়েছে গোটা বাহিনী। তাঁরা বদ্ধপরিকর, যতক্ষণ না জঙ্গিদেরকে নিকেশ করা যাচ্ছে, ততক্ষন সেখান থেকে নড়বেন  না সেনা জওয়ানরা। এনকাউন্টারে অংশ নিয়েছে ইন্ডিয়ান আর্মিও।  তাঁরা যে কোনো মূল্যে জম্মু ও কাশ্মীরকে জঙ্গীমুক্ত করতে চান। নিরাপদ করতে চান গোটা উপাত্যকাকেই । বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন। 


Loading

Leave a Comment