
আজ খবর (বাংলা), [রাজ্য], খড়িবাড়ি, দার্জিলিং, ০১/০৫/২০২৫ : অশান্তির আগুন ছড়ালো দার্জিলিং জেলার খড়িবাড়িতেও। এখানকার বাতাসে ধর্মীয় বিষ ছড়ানোর আগেই অবশ্য গোটা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে পুলিশ।
দার্জিলিং জেলার খড়িবাড়িতে একটি মন্দির চত্বর থেকে মাংস পাওয়া যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষেপে যান। তাঁরা রাস্তায় এসে বিক্ষোভ দেখাতে থাকেন। পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রদর্শণ করেন। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসেই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও প্রথমদিকে বেশ সমস্যায় পড়তে হয়েছে পুলিশকে।
ঘটনাস্থলে পুলিশ আসতেই কিছু দুষ্কৃতী তাঁদেরকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। পুলিশের গাড়ি ভাংচুর করা হয় এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর বড়সড় পুলিশ বাহিনী এসে গোটা এলাকায় ছড়িয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।