বাজির গুদামে ভয়াবহ অগ্নিকান্ড প্রাণ নিল ৪ শিশু সহ ৭ জনের। খবর ছিল না পুলিশের কাছে 

আজ খবর (বাংলা) [রাজ্য], পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগণা, ০১/০৪/২০২৫ :  দক্ষিণ ২৪ পরগণার  পাথরপ্রতিমায়  বাজির কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৬ জনের। তার মধ্যে চার জনই শিশু বলে জানা গিয়েছে। বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে আজ একজনের মৃত্যু হয়েছে। 

দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত পাথরপ্রতিমায়  গতকাল একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  যে বাড়িতে আগুন লেগেছিল সেই বাড়িতে বেআইনিভাবে প্রচুর পরিমানে বাজি মজুত রাখা ছিল বলে অভিযোগ উঠেছে।  বাজির ভান্ডারেই গতকাল আগুন লেগে গিয়েছিল। আর সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪ জন শিশু। 

যে বাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে, সেই বাড়িটি একেবারে ঘিঞ্জি এলাকায় অবস্থিত। গতকাল সন্ধ্যায় এই বাড়ি থেকে পর পর দুটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ  শুনে মনে করা হচ্ছে সেখানে দুটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এরপরেই বাড়িটিতে আগুন লেগে গিয়েছিল। ঐ  বাড়িটিতে প্রচুর পরিমানে বাজি মজুত করে রাখা ছিল। অনেকে মনে করছেন, সেখানে বোমা বাঁধার কাজও করা হত।  

এই ধরনের ঘিঞ্জি এলাকায় কিভাবে এতো বিপুল পরিমানে বাজি মজুত রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টা কি স্থানীয় থানা জানতো না ? কেন তাদের কাছে খবর ছিল না এই বিষয়ে ? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “ভয়ঙ্কর  ঘটনা, ঐ  বাড়িতে বোমা বানানো হত। এতগুলো মানুষের মৃত্যু হল, খুব খারাপ লাগছে।”

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পরে ঐ  বাড়ি থেকে উদ্ধারকাজ চালানো হয়েছে। বাড়িটি থেকে মোট ছয়টি মৃতদেহ পাওয়া গিয়েছে। তার মধ্যে চারটি মৃতদেহ শিশুদের। এইভাবে মৃত্যু মিছিল বেড়েই চলেছে  রাজ্যে। প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেআইনিভাবে বোমা বা বাজি মজুদ রাখা হয়েছে, যেখানে বিস্ফোরণ  ও আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। মারা গিয়েছেন অনেকে। অথচ খবর নেই পুলিশের কাছে। সেই খাগড়াগড় থেকে শুরু হয়েছে মৃত্য মিছিল।  ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে কল্যাণীতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, সেখানে প্রাণ গেল চার জনের। এছাড়াও এর আগে বেআইনিভাবে বাজি বা বোমার স্তুপের আগুন লাগার ঘটনা ঘটেছে ভূপতিনগর, এগরা, বজবজে। সেখানেও প্রাণ গিয়েছে অনেকের। এই মৃত্যু তালিকা ক্রমেই লম্বা হচ্ছে। তা সত্বেও কোনো আগাম খবর থাকছে না প্রশাসনের কাছে। 


Loading

Leave a Comment