ফের গর্জে উঠলেন চাকরিহারা শিক্ষকরা, ব্রাত্যর সাথে বৈঠক 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা ,পশ্চিমবঙ্গ, ১১/০৪/২০২৫ :  প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষকরা মিছিল করলেন সল্টলেকের বিকাশভবনের উদ্দেশ্যে। তাঁরা চাইছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে সাক্ষাৎ করে একটা সমাধান সূত্রে পৌঁছনোর জন্যে। 

বিকাশভনে পৌঁছে রাজ্যের শিক্ষামন্ত্রীব্রাত্য বসুর সাথে বৈঠকে বসে সমাধান সূত্র বের করতে চান সদ্য চাকরিহারা শিক্ষকরা। এই কারনে তাঁরা বিভিন্ন দিক থেকে মিছিল করে সল্টলেকের বিকাশ ভবনের উদ্দেশ্যে এগোতে থাকেন। ততক্ষনে বিকাশ ভবন চত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। 

এদিন এসএসসি দুর্নীতির প্রতিবাদে সল্টলেক বিজেপি দপ্তর থেকে সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে বিজেপি কার্যকর্তারা মিছিল করে রওনা দিয়েছিলেন এসএসসি দফতরের উদ্দেশ্যে। পুলিশ আটকে দেয় সেই মিছিল। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা।

এদিকে শিক্ষামন্ত্রীর সাথে চাকরিহারা শিক্ষকদের মধ্যে আট জনকে প্রতিনিধিত্ব করতে অনুমতি দেওয়া হয়. তাঁরা শিক্ষা দপ্তরে গিয়ে ব্রাত্য বসুর সাথে বৈঠকে বসেন। অনেকেই মন্তব্য করতে থাকেন যে আগের বৈঠকের মত এই বৈঠকও  নিস্ফলা হবে. তবে এনেকেই এই বৈঠক নিয়ে আশাবাদী। 

চাকরিহারাদের দাবী ওএমআর সার্টিফিকেটের মিরর কপি দিতে হবে, যোগ্য ও অযোগ্যদের নির্ভুল ও নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে. চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়ালেন আর জি কর কাণ্ডের প্রতিবাদীরাও। 

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে বৈঠক করেও কোনো সুরাহা হল না. শেষমেশ চাকরি হারা শিক্ষকরা সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ না তাঁদের দাবী মেনে যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে, আর ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে, ততক্ষন তাঁরা এসএসসি ভবনের সামনে তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন। তাঁদের অনশন কর্মসূচী চালিয়ে যাবেন।  আজ রাত্রে এসএসসি ভবনের সামনে থেকে আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে. তাঁরা স্কুলে যাবেন না. নতুন করে কেউই পরীক্ষা দিতে বসবেন না. আজ এসএসসি ভবনের সামনে  গোলাপফুল দেন  চাকরিহারা  শিক্ষকরা। 


Loading

Leave a Comment