ধোনি ম্যাজিক কাজ করল না, চেন্নাইকে হেলায় হারাল কেকেআর 

আজ খবর (বাংলা), [খেলা] চেন্নাই, তামিলনাড়ু, ১১/০৪/২০২৫ : নিজেকে ত্রাতা হিসেবে মেলে ধরতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। তাঁকেই সবচেয়ে বেশি যখন দরকার ছিল দলের, যখন  তাঁর ওপরেই সবচেয়ে বেশি নির্ভর করতে চাইছিল গোটা দল এবং সমর্থকেরা, ঠিক তখনি ব্যর্থ হলেন তিনি, লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিনিয়ান চলে যেতে হল তাঁকে। 

টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস তোলে মাত্র ১০৩ রান। এই স্বল্প রান তুলতে গিয়ে ৯টি উইকেট হারিয়ে ফেলে সিএসকে।  চেন্নাইয়ের ভি শঙ্কর ২১ বলে ২৯ রান এবং দুবে  ২৯ বলে ৩১ রান তুলেছেন। হুডা , জাদেজা ০ রান,  অশ্বিন, ধোনি, আহমেদ ১ রান করে আউট হয়ে যান। 

১০৪ টার্গেট তাড়া  করতে নেমে কলকাতা নাইট রাইডার্স স্বাভাবিক ছন্দে খেলা শুরু করে। এদিন নারাইন ৪৪ রান, ডি  কক ২৩ রান, আজিঙ্কে রাহানে ২০ রান এবং আর সিং ১৫ রান করেন। কেকেআর ১০.১ ওভারেই ২ উইকেট হারিয়ে মোট ১০৭ রান তুলে নেয়।  বল হাতে কেকেআরের হয়ে নারাইন মোট ৩টি উইকেট নিয়েছেন, ধোনিকেও তিনিই ঘরে ফেরান। বরুন চক্রবর্তী ও রানা ২টি করে উইকেট নিয়েছেন, আলী ও অরোরা ১টি করে উইকেট পেয়েছেন। 


Loading

Leave a Comment