এক জঙ্গী খতম, বাকিদের খোঁজে চিরুনি তল্লাশি 

আজ খবর (বাংলা) [দেশ] কিস্তোয়ার, জম্মু ও কাশ্মীর, ১১/০৫/২০২৫ :  নিরাপত্তা বাহিনীর গুলিতে আজ জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ার এলাকায় এক সশস্ত্র জঙ্গীকে নিষ্ক্রিয় করা হল. ঘটনাস্থলে আর কোনো জঙ্গী লুকিয়ে আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। 

উধমপুর জেলার খুব কাছেই অবস্থিত কিস্তোয়ার জেলার ছাত্রু ফরেস্ট এলাকা।  জায়গাটি বেশ দুর্গম। খাড়াই পাহাড় উঠে গিয়েছে। আবার অনেক নিচ দিয়ে তীব্র গতিতে  বয়ে চলেছে পাহাড়ি নদী।   পাহাড়ের গায়ে ঘন অরণ্য, ঠিকমত সূর্যের আলোও  ঢুকতে পারে না।  গত ৯ তারিখ বিকেলে কাশ্মীর পুলিশের কাছে খবর আসে ঐ  এলাকায় সশস্ত্র জঙ্গীদের উপস্থিতির কথা।  পুলিশ আর দেরি না করে ঐ  উপত্যকায় ৯ তারিখ রাত্রেই রেইকি করে নেয়। 

এরপর নিরাপত্তা বাহিনী গিয়ে ঐ  অরণ্যের ভিতরে ঢুকে তল্লাশি চালাতে শুরু করে।  জঙ্গীদের মুখোমুখি হতেই দুই পক্ষ গুলি চালাতে শুরু করে।  গুলির লড়াই শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই এক জঙ্গী নিকেশ হয়।  এরপর অরণ্যের বিশাল অংশে কর্ডন করে ঘিরে চিরুনি তল্লাশি চালাতে শুরু করে নিরাপতা বাহিনী। কাশ্মীর পুলিশের কাছে খবর রয়েছে ঐ  অরণ্যে আরও দুই বা তিনজন জঙ্গী লুকিয়ে রয়েছে। তাদের খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে ঐ  অরণ্যের মধ্যে। 


Loading

Leave a Comment