
আজ খবর (বাংলা) [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৪/২০২৫ : সদ্য আইনে পরিণত হওয়া ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে এবার সুপ্রীম কোর্টে পিটিশন দাখিল করলেন তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র।
মহুয়া মিত্র এই বিষয়ে জানিয়েছেন, “আমি Waqf Amendment Act এর বিরুদ্ধে মাননীয় সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করেছি..আমার এই আবেদনের মুখ্য বিষয় হলো এই অসাংবিধানিক আইনের মাধ্যমে অমুসলিমদের ওয়াকফকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি দান করার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার যথা সংবিধানের অনুচ্ছেদ নম্বর ১৪ (সাম্যের অধিকার), ১৫(১) (ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা), ১৯(১)(গ) (সংঘ বা সমিতি গঠন করার স্বাধীনতার অধিকার), ২১ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার) এবং সাংবিধানিক অধিকার যথা ৩০০এ (সম্পত্তির অধিকার) থেকে বঞ্চিত করার বিষয়টি..আশা করা যাচ্ছে সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানি আগামী ১৬ ই এপ্রিল হবে। “
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তায় অবরোধ করা হয়েছে, বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির অনেক নেতাই এই বিষয়টি তুলে ধরে সুপ্রীম কোর্টের দ্বারস্থ হয়েছে। AIMIM দলের সর্বোচ্য নেতা আসাউদ্দিন ওয়েইসি ওয়াকফ সংশোধনীর বিরোধিতা করে সুপ্রীম কোর্টে মামলা করেছেন। আগামী সপ্তাহে সেই আবেদনেরও শুনানি হওয়ার কথা আছে.