
আজ খবর (বাংলা) [বিনোদন], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০৪/২০২৫ : চেনা ছকে নতুন গল্প, নতুন ছবি ব্রম্ভার্জুন। শ্যুটিং শেষের দিকে। তবে গল্পে আছে দুর্দান্ত লোকেশন, একশান আর কমেডি।
ঝাড়খণ্ডের দুটি গ্রামের দুই জমিদারের গল্প। দুজনেই মাফিয়ারাজ চালায়, গাঁজার অবৈধ ব্যবসা রয়েছে দুজনেরই। এই দুই জায়গায় রীতিমত রাজত্ব চলে দুজনের। একটি জায়গার নাম গালুরি সেই জায়গাটা নরেশ পালের দখলে এবং আর একটি জায়গার নাম শেখমুলুক, সেই জায়গার বেতাজ বাদশা আলম শেখ. দুজনের মধ্যে সবসময় চলে ক্ষমতার লড়াই। ঐ ক্ষমতার লড়াইয়ের মধ্যে ঢুকে পরে ব্রম্ভা ও অর্জুন। কি ভাবে এই দুজন পূরণ জমিদারদেরকে হঠিয়ে দিয়ে নিজেরাই দুই সাম্রাজ্যের মালিক হয়ে বসবে, সেটা নিয়েই রয়েছে গোটা গল্পটা।

ব্রম্ভার্জুন ছবিতে অভিনয় করেছেন, রং ভট্টাচার্য্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য, অনিন্দ্য সেনগুপ্ত, খরাজ মুখার্জি, মোহনা মিম, সুদীপ মুখার্জি, জয়জিৎ ব্যানার্জি, অমিত শেঠি, অনিন্দ্য ব্যানার্জি ও অন্যান্যরা। ছবিটির প্রযোজনা করেছেন মিঞা শেঠি মন্ডল, পরিচালনা করেছেন সৌভিক দে. ছবিটি নিবেদন করছে এম এস ফিল্মস প্রোডাকশন।