আফ্রিদিকে ‘জোকার’ বললেন ওবেইসি 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ২৮/০৪/২০২৫ :  পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাঈদ  আফ্রিদিকে ‘জোকার’ বলে আখ্যা দিলেন ভারতের এআইএমইএম সভাপতি আসাউদ্দিন ওবেইসি। 

কাশ্মীরের পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন পাক ক্রিকেটার মন্তব্য করেছিলেন যে, “ভারত নিজেরাই সন্ত্রাসবাদী পুষে রাখে, আর তারপর পাকিস্তানকে দোষারোপ করে, বদনাম করে।” আফ্রিদির এই মন্তব্যের ব্যাপারে বলতে গিয়ে আসউদ্দিন ওবেইসি  পাল্টা প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, “কে তিনি ? এইসব জোকারের নাম উচ্চারণ করতে নেই। এইসব লোককে একেবারে ভুলে যাওয়ায় উচিত হবে। “

আসাউদ্দিন ওবেইসি  আরও বলেন, “পহেলগাঁওতে যা কিছু হয়েছে সেই ঘটনার জন্যে পাকিস্তানকে ফের একবার ফাইনান্সিয়াল একশন টাস্ক ফোর্সের (FATF) ধূসর তালিকায় নিয়ে যাওয়া উচিত।” এআইএমইএম নেতা  আসাউদ্দিন মনে করেন যে “পাকিস্তান অবৈধভাবে প্রাপ্ত অর্থ সন্ত্রাসবাদীদের পিছনে খরচ করে চলেছে।  আর সেই অর্থবলেই জঙ্গীরা পাকিস্তানে বসে দিনকে দিন শক্তিশালী হয়ে উঠছে।”

এআইএমআইএম সভাপতি আসাউদ্দিন ওবেইসি  বলেন, “আমি দাবী করছি জঙ্গীদের অর্থ যোগানের মত অবৈধ কাজ করে চলেছে পাকিস্তান এবং সেই কারণে তাদেরকে এফএটিএফ-এর ধূসর তালিকায় নামিয়ে নিয়ে যাওয়া উচিত।  আমাদের উচিত এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী নেভাল ও এয়ার ফোর্স ব্লকেড তৈরি করা। ইউনাইটেড নেশন্সের ৫১ ধারা অনুযায়ী যে কেউ আত্মরক্ষা করার অধিকার রাখে। আমাদের দেশের সংবিধানের ৩৫৫ ধারায় স্পষ্ট বলা আছে যে যদি কোনো বহিঃশত্রুর আক্রমণ ঘটে, তাহলে তাকে প্রতিরোধ করা যেতেই পারে।”


Loading

Leave a Comment