
আজ খবর (বাংলা), [রাজনীতি], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ২৮/০৪/২০২৫ : এই মুহূর্তে জম্মু ও কাশ্মীর ‘রাজ্য’ শিরোপার দাবী জানাতে চান না মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
জম্মু ও কাশ্মীরের রাজ্য তকমা কেড়ে নিয়েছিল কেন্দ্র সরকার। এরপর দীর্ঘদিন ধরেই জম্মু ও কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে গণ্য করা হয়েছে। তারপর ভোট হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আবদুল্লা। দীর্ঘদিন ধরেই জম্মু ও কাশ্মীরকে রাজ্য তকমা ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়ে আসছিলেন ওমর আব্দুল্লারা। কিন্তু বর্তমান পরিস্থিতি অন্য কথা বলছে। এই মুহূর্তে রাজ্য তকমা ফিরিয়ে দেওয়ার দাবী নতুন করে আর তুলতে চান না ওমর আবদুল্লা।
তাহলে সেই দাবী থেকে কি তিনি ফিরে আসছেন ? ওমর আবদুল্লা আজ জানালেন, “রাজ্য তকমা ফেরানোর দাবী থেকে তাঁরা আদৌ ফিরে আসছেন না।” তবে এই মুহূর্তে পহেলগাঁওয়ে যে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে দেশবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চান তিনি। জঙ্গীদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চান তিনি। তাই এই মুহূর্তে রাজ্য তকমার চেয়েও বেশি জরুরি জঙ্গীদের শাস্তি দেওয়া বলে মনে করছেন তিনি।