বৈশরণ মৃত্যু উপত্যকায় অমিত শাহ 

আজ খবর (বাংলা), [দেশ], পহেলগাঁও, জম্মু ও কাশ্মীর, ২৩/০৪/২০২৫ : গতকাল পহেলগাঁওয়ের যে বৈশরণ  উপত্যকায় পাক মদতপুষ্ট লস্কর জঙ্গীরা নিরপরাধ পর্যটকদের নির্বিচারে হত্যা করেছিল, আজ সেই অকুস্থলেই গিয়ে পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীনগর থেকে আজ সকালেই তিনি একটি হেলিকপ্টারে চেপে পহেলগাঁওয়ের বৈশরণ  ভ্যালিতে গিয়ে পৌঁছান।

২৪ ঘণ্টাও কাটে নি, গতকাল এই বৈশরণ  উপত্যকাতে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে, ঘটনাস্থলে গিয়ে  তা চাক্ষুষ করলেন অমিত শাহ। তার আগে আজ সকালে এই ঘটনায় মৃতদের পার্থিব দেহগুলিকে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন তিনি ।  একের পর এক কফিন বন্দী দেহ দেখে তিনি বিহ্বল হয়ে পড়েন। মৃতদের কয়েকজন নিকট আত্মীরা সেখানেই উপস্থিত ছিলেন। তাঁদের শোকস্তব্ধতা স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও ব্যথিত করে তোলে। তিনি যেন নীরবে  তাঁদের পাশে থাকার বার্তা দিতে চান। সকালে মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞপন করেন কংগ্রেসের সাংসদ কে সি বেণুগোপাল  এবং  জম্মু ও কাশ্মীরের কংগ্রেস প্রেসিডেন্ট তারিক হামিদ কাররা এবং অন্যান্যরা। 

এদিকে আজ ভোরবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সৌদি আরব সফর কাটছাঁট করে ফিরে এসেছেন নতুন দিল্লীতে। দেশে ফিরেই তিনি একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক করে চলেছেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কয়েকজন বিদেশ সচিব এবং কয়েকটি কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। জঙ্গিদেরকে উচিত জবাব দিতে হবে। তাদেরকে ভারতের তরফ থেকে সঠিক বার্তা পৌঁছাতে হবে. ঘরে ঢুকে মারা হবে লস্কর জঙ্গীদের। 


Loading

Leave a Comment