
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, হার্ট, ২২/০৪/২০২৫ : পহেলগাঁওতে নৃশংস জঙ্গী হানার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিন্দা ও সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। তার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রওনা দিয়ে দিয়েছেন পহেলগাঁওয়ের উদ্দেশ্যে।
পহেলগাঁওতে নিরীহ ও নিরস্ত্র পর্যটকদের ওপর গুলি বৃষ্টি চালিয়েছে জঙ্গীরা। এই ঘটনায় কতজন মানুষ প্রাণ হারিয়েছেন তা স্পষ্ট করে বলা সম্ভব হচ্ছে না, কারন এই ব্যাপারে কাশ্মীর প্রশাসন এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছে। তবে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানিয়েছেন পর্যটকেরা অনেকেই খোলা মাঠে ঘোড়ায় চেপে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় আততায়ী জঙ্গীরা এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। নিমেষে বেশ কিছু মানুষ আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
গুলির আওয়াজ পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তাঁরা সাথে করে এম্বুলেন্সও নিয়ে আসেন। আহতদেরকে দ্রুত অনন্তনাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা এলাকা পুরোপুরি সিল করে দেওয়া হলেও জঙ্গীদের খোঁজ এখনো মেলেনি।
এই নারকীয় ঘটনার জন্যে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , রাজনাথ সিং, জে পি নাড্ডা ও অন্যান্যরা। নরেন্দ্র মোদী এই মুহূর্তে রয়েছেন সৌদি আরবে। তিনি জেড্ডা থেকে টেলিফোনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে। মোদী মৃতদের প্রতি শোক জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, “কাউকে ছাড়া হবে না। দ্রুত আততায়ীদের ধরে ভারতীয় আইনে আওতায় আনা হবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারতীয় বিমানবাহিনীর একটি ছোট বিমানে চেপে অমিত শাহ ইতিমধ্যেই দিল্লী থেকে পহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। আর কিছুক্ষন পরেই তিনি সেখানে পৌঁছে যাবেন। পর্যটকদের ওপর গুলি চালানোর ঘটনার পুর্ণ তদন্ত থেকে শুরু করে সবকিছু নরেন্দ্র মোদী নিজে মনিটর করতে চান আর সেই কারণেই অমিত শাহকে এক মুহূর্ত সময় নষ্ট না করে কাশ্মীরে সশরীরে পাঠিয়ে দিয়েছেন তিনি।