উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ল হাতি 

আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১৮/০৪/২০২৫ : এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ঢুকে পড়ল পূর্ণ  বয়স্ক একটি হাতি। ক্যাম্পাসের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। 

গতকাল রাত্রে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে একটি পূর্ণ বয়স্ক হাতি ঢুকে পড়ে।   সেই হাতিটি বিশ্ববিদ্যালয় ক্যামপাসের মধ্যেই এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে। এতেই আতঙ্কিত হয়ে ওঠেন ক্যাম্পাসের বাসিন্দা এবং পড়ুয়ারা। হাতিটিকে প্রথমে দেখতে পান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই। রাতেই হাতি দেখতে স্থানীয় মানুষজন ভীড় করেন। 

আজ ভোর হতেই বাগডোগরা বন বিভাগ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে হাতিটিকে বের করে ফের জঙ্গলে ঠেলে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে যেহেতু বিশ্ববিদ্যালয় লাগোয়া জনবসতি রয়েছে, তাই তাকে অরণ্যের দিকে নিয়ে যাওয়ার কাজ দিনের বেলায় করা হবে না, এই কাজটি করা হবে রাতের অন্ধকারে। ইতিমধ্যেই হাতি দেখতে প্রচুর মানুষ ভীড় করেছেন।  সেই কারনে বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে। 


Loading

Leave a Comment