মমতার সমালোচনায় বিজেপি সাংসদ

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ২০/০৪/২০২৫ :  মুর্শিদাবাদ ইস্যু নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়কে ব্যাপকভাবে সমালোচনা করলেন বিজেপি সংসদ প্রবীণ খান্ডেলওয়াল। 

এদিন প্রবীণ খান্ডেলওয়াল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের ঠিক নিচে মুর্শিদাবাদে যা কিছু হয়েছে তা যথেষ্ট দুঃখজনক।  এই ঘটনা ঘটে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ নীরবতা এটাই প্রমাণ করে দেয় যে তিনি একটা শ্রেণীর জন্যেই রাজনীতি করতে চান। শুনেছি পশ্চিমবঙ্গের রাজ্যপালও  সেখানে গিয়েছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি এই ঘটনার দায় অস্বীকার করতে পারেন।?”

প্রবীণ খান্ডেলওয়াল বলেন, “পশ্চিমবাংলায় হিন্দুরা আদৌ সুরক্ষিত নয়।  কে ঐ  রাজ্যে হিন্দুদের সুরক্ষা দেবেন ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তাঁর রাজ্যে হিন্দুদের সুরক্ষা দেওয়ার জন্যে শপথ গ্রহণ করতে পারবেন ? ” 

গত ১১ই এপ্রিল কেন্দ্রের ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছু মানুষ, তারপরেই প্রতিবাদ বদলে যায় হিংসাত্মক ঘটনায়।  কয়েকজন  মানুষ মারা যান ঐ  ঘটনায়, বেশ কিছু মানুষ ঘরবাই ছেড়ে পালিয়ে যান অন্যত্র। বহু মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়. কাউকে কাউকে হত্যা করা হয়। পুলিশের গাড়িগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়।  সব মিলিয়ে একটা অস্থির অবস্থার সৃষ্টি হয়। এই ঘটনায় অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ আসামের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন রাজনৈতিকভাবে। তিনি বলেছেন, ওয়াকফ সংশোধনী আইন এখন সুপ্রীম কোর্টের কাছে রয়েছে।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলার বিষয়টি দেখছেন না তাঁর রাজ্যে। পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে তাতে বেশ কিছু মানুষ স্থানান্তরিত হতে বাধ্য হয়েছেন। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আগামী নির্বাচনে ফায়দা তোলার চেষ্টা করে চলেছেন। সুপ্রীম কোর্ট যে রায় দেবেন তাকে আমরা মাথা পেতে নেবো, কিন্তু কোনোমতেই হিংসা বরদাস্ত করব না।”


Loading

Leave a Comment