বাইক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের, আহত আরও এক 

আজ খবর (বাংলা), [রাজ্য] গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম,০৮/০৬/২০২৫ : ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, গুরুতর আহত ১

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া ও রান্টুয়ার মাঝামাঝি এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বছর বাইশের এক যুবকের, ঘটনায় গুরুতর আহত আর এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুমন্ত পাইকিরা (২২)। তিনি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা। 

আহত যুবকের নাম অমল দেহুরী। জানা গেছে, রবিবার সকালে দুজন একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন এক বন্ধুর বাড়িতে। সেখান থেকে দুপুরে বাড়ি ফেরার পথে তপসিয়া ও রান্টুয়ার মাঝে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি কৃষ্ণচূড়া গাছে ধাক্কা মারে তারা। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত ছুটে এসে দু’জনকে উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সুমন্ত পাইকিরাকে মৃত বলে ঘোষণা করেন। 

গুরুতর আহত অমল দেহুরির অবস্থার অবনতি হওয়ায় তাকে তৎক্ষণাৎ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Loading

Leave a Comment