সন্ত্রাসবাদ বিরোধিতায় জার্মানিকে পাশে পাবে ভারত 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], বার্লিন, জার্মানি, ০৭/০৬/২০২৫ : ভারতের যৌথ প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক বৈঠক করছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভের্ট যে জিরো টলারেন্স নীতি নিয়েছে তার সমর্থন চাইছে।  এইরকমই একটি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজেপি সংসদ রবিশঙ্কর। এই দলেই আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর।  তিনি জানিয়েছেন ভারতের সন্ত্রাসবাদ বিরোধিতা নীতিকে সমর্থন করে জার্মানি। এই ইস্যুতে জার্মানি ভারতের পাশেই আছে. 

এই মুহূর্তে আকবর বার্লিনেই আছেন।  তাঁর প্রতিনিধি দল জার্মানির বিদেশমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে। আকিবের বলেছেন, “জার্মানির বিদেশমন্ত্রী আন্নালেনা  বায়েরবক পহেলগাঁওয়ে কি কি ঘটেছিল তা খুঁটিয়ে জিজ্ঞাসা করেন. তাঁকে সবকিছু বলা হয়েছে। পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের যেভাবে ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছে, তার জন্যে তিনি নিজের মনের যন্ত্রনা ব্যক্ত করেছেন এবং তীব্রভাবে তার প্রতিবাদ করেছেন।. গোটা ঘটনায় তিনি তাঁর সমাবেদনা প্রকাশ করেছেন। 

জার্মানির বিদেশমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদ বিরোধিতার ইস্যুতে জার্মানি ভারতের পাশে থাকবে।  ভারতকে সমর্থন করে জার্মানি। সন্ত্রাসবাদকে কোনো মই মাথা ছাড়া দেওয়ার সুযোগ দেওয়া চলবে না বলে তিনি মনে করেন।  জার্মানির বিদেশমন্ত্রী ও বলেন যে সেই সময় সন্ত্রাসবাদীদের উচিত শিক্ষা দিতে ভারতীয় সেনাবাহিনী যে কাজ করেছিল, তাকেই সমর্থন জানায় জার্মানি। এরপর তিনি বিস্মরকের একটি কোটেশন পড়ে  শোনান। শেষমেশ তিনি বলেন, যেভাবে সন্ত্রাসবাদ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, এই সুযোগে ভারতের সাথে জার্মানির  একটা নীতিগত অংশীদারি {stratagic partnership) গড়ে উঠতে পারে। 


Loading

Leave a Comment