BSFকে সন্মান নদীয়া মাতৃশক্তি সমন্বয়ের 

আজ খবর (বাংলা), [রাজ্য], গেদে , নদীয়া, ০৭/০৬/২০২৫ :  অপারেশন সিঁদুরের সাফল্যে দক্ষিণ নদিয়া মাতৃশক্তি সমন্বয়ের  উদ্যোগে গেদে সীমান্তে বিএসএফ জওয়ানদের বিশেষ সম্মান প্রদান । 

রানাঘাট দক্ষিণ মাতৃ শক্তি সমন্বয়ের উদ্যোগে গেদে সীমান্তে বিএসএফদেরকে বিশেষ সম্বর্ধনা এবং সম্মান জানানো হলো I কিছুদিন আগে ভারতীয়  সেনা ‘অপারেশন সিঁদুরে’র বিশেষ সাফল্য লাভ করেছিল  এবং সেই সাফল্যকে সম্মান জানানোর জন্য রানাঘাট দক্ষিণ মাতৃ শক্তি সমন্বয়ের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে I 

এই অনুষ্ঠানে বিএসএফের আধিকারিক থেকে শুরু করে সেনারা উপস্থিত ছিলেন এবং তাদেরকে বিশেষ সম্মান জানানো হয় I তাদের এই সম্মান জানানোর সামাজিক অনুষ্ঠান  বিএসএফ সহ দেশের সমস্ত সেনা জওয়ানদের মনোবল বাড়াবে বলে মনে করছেন তাঁরা I এই সুন্দর অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মাতৃ শক্তি সমন্বয় সমিতির বিভিন্ন এলাকার মহিলারা I তাঁরা  যথেষ্ট খুশি বিএসএফ ক্যাম্পে এসে এই ধরনের অনুষ্ঠান করতে পেরে l পাশাপাশি সমস্ত অনুষ্ঠানটাই পরিচালনা করেন  মহিলারা এবং তাদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মত I


Loading

Leave a Comment