ঈদ মুবারক : বিশ্ব জুড়ে ঈদের শুভেচ্ছা 

আজ খবর (বাংলা), [দেশ]  শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ০৭/০৬/২০২৫ : জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা  দেশের সমগ্র মুসলিম সম্প্রদায়ের মানুষকে ইন-অল অদার শুভেচ্ছা জানিয়েছেন। 

ওমর আবদুল্লা  বলেছেন, “আমি আশা করি এই ঈদ ভারতীয় তথা বিশ্বের সব মুসলমানদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।  ভালো দিন আনবে। আমি আশা করি এই ঈদ শান্তির বার্তা নিয়ে আসবে, বিশ্বজুড়ে ভাতৃত্ববোধকে সুদৃঢ় করে তুলবে। আমরা সকলেই আজ ঈদ পালন করছি। তবে দুর্ভাগ্যবশতঃ  আজও শ্রীনগরের বিখ্যাত জামা মসজিদে নামাজ পড়ার  অনুমতি পাওয়া গেল না। আমি ঠিক জানি না কেন এই অনুমতি পাওয়া গেলো না। তবে আমাদের একে অপরকে বিশ্বাস করার শিক্ষা গ্রহণ করা উচিত। কিছু মানুষ বাইরে বেরিয়ে এসে পহেলগাঁও হত্যাকান্ড নিয়ে সোচ্চার হলেন সেটা ঠিক, কিন্তু সরকারের উচিত মুসলিমদের নামাজ পড়ার জন্যে জামা মসজিদ খুলে দেওয়া। “

ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বাবা ফারুক আবদুল্লা  আজ ঈদের নামাজ পড়েছেন হজরৎবাল  দরগায়। নামাজ পড়ার পর প্রত্যেকের সাথে কুশল বিনিময় করে তিনি ফিরে গিয়েছেন নিজের বাসভবনে।  আজ পিডিপি নেত্রী মেহেবুব মুফতি ও তাঁর মেয়ে ইরতিজা মুফতিও ঈদের নামাজ পড়েছেন। ঈদ-অল অদার জন্যে আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ গোটা বিশ্বই ঈদ পালন করছে। 


Loading

Leave a Comment