
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ,১৭/০৪/২০২৫ : চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষকদের কিছুটা হলেও স্বস্তি এল সুপ্রীম কোর্টের নতুন নির্দেশে। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্কুল যেতে পারবেন তাঁরা।
গত ৩রা এপ্রিল সুপ্রীম কোর্ট নির্দেশ দিয়েছিল বাংলার প্রায় ২৬ হাজার এসএসসি শিক্ষকের চাকরি আর থাকছে না।
তাঁদের মধ্যে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা নিয়েও স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারে নি সুপ্রীম কোর্ট। দেশের শীর্ষ আদালতের এই ধরনের নির্দেশে পশ্চিমবাংলায় হৈ হৈ পড়ে যায়। শুরু হয় চাকরি বাঁচানোর জন্যে আন্দোলন, ধর্ণা। আন্দোলনকারীদের সাথে রাজ্য সরকার দফায় দফায় বৈঠকে বসেও কোনো সুরাহা হয় না।
এরই মধ্যেই এই বিষয়টি নিয়ে সুপ্রীম কোর্ট বৃহস্পতিবার একটি নতুন নির্দেশ দিল. সেই নির্দেশে বলা হয়েছে চাকরি চলে যাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক আপাতত স্কুলে যেতে পারবেন। তবে এই ব্যাপারে রাজ্য সরকারকে বা কমিশনকে হলফনামা জমা দিতে হবে. আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বজায় থাকছে এই প্রায় ২৬ হাজার শিক্ষকের। তাঁরা স্কুলেও যেতে পারবেন। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী আগামী ৩১শে মে তারিখের মধ্যে নতুন নিয়েগের বিজ্ঞাপ্তি জারি করতে হবে। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে। তবে গ্রূপ সি ও ডি কর্মীরা চাকরি করতে পারবেন না।