
আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ১৭/০৪/২০২৫ : রিলিজ আটকে গেল ফুলে ফিল্মের। ফিল্ম নির্মাতা অনুরাগ কাশ্যপের যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ল সেন্সর বোর্ডের ওপর. কেননা সেন্সর বোর্ডই ফুলে ফিল্ম নিয়ে আপত্তির কথা জানিয়েছে।
ফুলে আসলে একটি আত্মজীবনী নির্ভর ফিল্ম। অভিনয় করেছেন প্রতীক গান্ধী, পত্রলেখা প্রমুখ। নির্দেশক অনন্ত মহাদেবন। এই সিনেমাটি তৈরি হয়েছে মহাত্মা জ্যোতিরাও ফুলের আত্মজীবনী নিয়ে। ব্যবসায়ী হলেও জ্যোতিরাও ফুলে ছিলেন আপাদমস্তক একজন সমাজসেবী। তিনি ও তাঁর স্ত্রী সাবিত্রীবাই ফুলে মমাহারাষ্ট্রে প্রথম মেয়েদের স্কুল তৈরি করেছিলেন। জ্যোতিরাও ফুলের জন্মদিন ছিল এপ্রিল মাসের ১১ তারিখ। আর সেই দিনেই তাঁর নির্মিত ফুলে ফিল্মটি রিলিজ করবেন বলে মনস্থ করেছিলেন অনুরাগ কাশ্যপ। অনেক চেষ্টা করেও ১১ তারিখে সেন্সর বোর্ডের আপত্তির কারনে ফুলে রিলিজ করতে পারেন নি অনুরাগ। সেন্সর বোর্ডের ওপর তিনি তাঁর হতাশা ব্যক্ত করেছেন। তাঁর ফিল্ম নিয়ে প্রথম আপত্তি জানায় ব্রাম্ভনরা. জ্যোতিরাও ফুলে তাঁর জীবনে জাতপাতের বিরুদ্ধে প্রবলভাবে লড়াই করে গিয়েছেন। সেন্সর বোর্ডের বক্তব্য নরেন্দ্র মোদীর জমানায় জাতপাত বলে আর কিছুই নেই. তাই এই ছবি রিলিজ করার অনুমতি দেওয়া যায় নি. সেন্সর বোর্ডের সাথে অনুরাগের দ্ব্যান্ড এখনও চলছে, সেইসঙ্গে ঝুলে রয়েছে ফুলে ফিল্মের ভাগ্য।