রাজ্য সরকারি কর্মীদের ২৫% বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ আদালতের  

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০৫/২০২৫ :  রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫%  মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। 

অনেকদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাকি পড়েছিল। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে মামলাও করা হয়েছিল সুপ্রিম কোর্টে। আজ দেশের শীর্ষ আদালত রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫ % মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে।  এই নির্দেশ কার্যকর করার জন্যে চার সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। 

রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ্য ভাতা এতদিন ধরে প্রদান করা হয় নি, সেই মামলায় এদিন সুপ্রিম কোর্ট এর বিচারপতি নির্দেশ দেন যাতে এই বকেয়া অর্থের ৫০% দিয়ে দেওয়া হয়. কিন্তু রাজ্য সরকারের তরফে থাকা আইনজীবী অভিষেক মনু সিংভি রাজ্যের শীর্ষ আদালতকে জানান, এই মুহূর্তে রাজ্যের অর্থ ভান্ডারের যা অবস্থা তাতে এই বিপুল পরিমান অর্থ দেওয়া একপ্রকার অসম্ভব হয়ে পড়ছে। এই কথা শোনার পর বিচারপতি অন্তত ২৫% বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন, এই অর্থ আগামী চার সপ্তাহের মধ্যেই দিতে হবে বলে শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী আগস্ট মাসে। এই অর্থ প্রদান করতে রাজ্য সরকারের ১০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।


Loading

Leave a Comment