
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০৫/২০২৫ : গতকাল কলকাতার সল্টলেকে বিকাশ ভবনের সামনে রাজ্যের চাকরিহারা যোগ্য শিক্ষকদের সাথে পুলিশের সংঘাতের পর আজ ফের একই জায়াগায় বিক্ষোভ প্রদর্শন শুরু হয়ে গিয়েছে।
গতকাল নিজেদেরকে চাকরিহারা যোগ্য শিক্ষক হিসেবে দাবী করা বিক্ষোভকারীরা চাকরি ফিরে পেতে রাজ্য সরকারের দ্বারস্থ হন। তাঁদের চাকরি ফিরিয়ে দিতে রাজ্য সরকারেরই উচিত কোনো পদক্ষেপ গ্রহণ করা এই দাবীতে শিক্ষকরা সল্টলেকের বিকাশ ভবনে জড়ো হয়েছিলেন। তাঁরা বিকাশ ভবনের গেট আটকে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছিলেন। গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবনের গেট আটকে দিয়েছিলেন, যে কারণে বিকাশ ভবনে প্রবেশ করা ও বেরিয়ে যাওয়ার অসুবিধা হচ্ছিল।
গতকাল বিকাশ ভবনে কর্মরত অনেকেই পাঁচিল টপকে বেরিয়ে যান। এই নিয়ে সেখানকার কিছু কর্মীর সাথে বিক্ষোভকারীদের তুমুল বচসাও বেঁধে গিয়েছিল। বিক্ষোভকারীরা অনড় মনোভাব নিয়ে বিকাশ ভবনের গেট আটকে বসেছিলেন। এরপর সেখানে RAF নামানো হয়, যত দিন গড়ায় ততই অশান্ত হয়ে উঠতে থাকে পরিবেশ। রাতের দিকে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করলে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ অনেককে আটক করে নিয়ে যেতে চায়।
গতকাল সারারাত্রি ধর্ণা দেওয়ার পর আজ ফের উত্তপ্ত হয়ে উঠেছে সল্ট লেকের বিকাশ ভবন অঞ্চল। বিক্ষোভকারী শিক্ষকরা বিকাশ ভবনের গেট ভেঙে ফেলে বলে অভিযোগ উঠেছিল গতকালই। গতকাল রাত্রে পুলিশ চাকরিহারা শিক্ষকদের ওপর যে লাঠিচার্জ করেছিল, সেখানে অনেক শিক্ষকই আহত হয়েছিলেন। কেউ মাথায় চোট পেয়েছিলেন, কেউ চোখে আঘাত পেয়েছিলেন। একজনের স্ট্রোক হয়েছে বলেও শোনা যাচ্ছিল। লাঠি মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে।
আজ সকালে লালবাজারে এডিজি আইন শৃঙ্খলা এবং এডিজি দক্ষিণ বঙ্গ যৌথভাবে একটি সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দেন, গতকাল বিকাশ ভবনের বিক্ষোভে পুলিশ যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছিল। শেষ পর্যন্ত নেহাত নিরুপায় হয়ে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছিলেন পুলিশ কর্মীরা। গত ১০ দিন ধরে এই বিক্ষোভেও পুলিশ সংযত ছিল। গতকালের শিক্ষক বনাম পুলিশের সংঘাতে ১৯ জন পুলিশ আহত হয়েছেন বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। পুলিশের একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকাশ ভবনের গেট ভাঙা , বিকাশ ভবনের কর্মচারীদের প্রায় সাত ঘন্টা আটকে রাখার জন্যেই পুলিশকে লাঠি চালাতে হয়েছে।