কিছুটা হলেও তাপমাত্রা কমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৫/২০২৫ :  কলকাতা সহ দক্ষিণ বঙ্গের মানুষ গরমে হাঁসফাঁস করছে। এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। 

আজ বৃহস্পতিবার পর্যন্ত ভ্যাপসা গরমে দিন কাটিয়েছে শহর কলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গ।  এক ফোঁটা  বৃষ্টির দেখা নেই। দিনেরবেলায় প্রখর রৌদ্র রীতিমত জ্বালিয়ে  দিচ্ছে দক্ষিণ বঙ্গের মানুষকে। এই তীব্র দাবদাহ থেকে একটু স্বস্তি পেতে চাইছে রাজ্যবাসী।  কিছুটা হলেও এই ব্যাপারে এবার স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যের পর কিছুটা হলেও তাপমাত্রা কমবে। বিহারের উত্তর  দিক ও পশ্চিমবঙ্গের উত্তর দিকের আকাশে  মেঘ জমে রয়েছে, যে মেঘে বৃষ্টি আছে। উত্তর দিক থেকে সেই অক্ষরেখা দক্ষিণ দিকে প্রায় রায়পুর পর্যন্ত বিস্তৃত  রয়েছে। আজ রাতের দিকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কলকাতাতেও কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়  ঝোড়ো হাওয়া বইতে পারে। এভাবেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পাহাড়ে এই মুহূর্তে মেঘলা আকাশই  থাকবে। বিভিন্ন জায়গায় এবং পাহাড়ে সন্ধ্যের পর বৃষ্টি নামতে পারে। আজ শিলিগুড়ি ও তৎ সংলগ্ন অঞ্চলে কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


Loading

Leave a Comment