
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৪/২০২৫ : গতকাল কলকাতার ফলপট্টিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৪, ঘটনাস্থল থেকে এখনও ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।
গতকাল কলকাতার ফল পট্টি বলে পরিচিত মেছুয়াবাজারের কাছে একটি বহুতল হোটেলে আগুন লেগে গিয়েছিল। হোটেলের নাম ঋতুরাজ হোটেল। গতকাল হঠাৎ করেই এই হোটেলে আগুন লেগে গিয়েছিল এবং তা ঐ বহুতলেই ছড়িয়ে পড়েছিল। গতকাল রাতেই সেখানে ছুটে গিয়েছিল দমকল। হোটেলের ভিতরেই অনেকে আটকে পড়েছিলেন। হোটেলের ম্যানেজার ছয়তলার জানলা ভেঙে ওপর থেকে লাফ দেন. তাঁর মৃত্যু হয়েছে বলে খবর.
এই হ্যাবাহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবে এই অগ্নিকান্ড ১৪জনের প্রাণ নিয়েছে। উদ্ধারকার্য চালানো হচ্ছে। কিভাবে এই বহুতল হোটেলে আগুন লেগে গিয়েছিল সেটা এখনো জানা যায় নি, তবে পুলিশের একটি দল তৈরি করা হয়েছে যারা এই ব্যাপারে তদন্ত করে দেখছে। বিজেপি ও কংগ্রেসের তরফ থেকে এই ঘটনায় প্রতিক্রিয়া দেখানো হয়েছে।