
আজ খবর (বাংলা), [রাজনীতি], হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ১৭/০৪/২০২৫ : এনফোর্সমেন্ট ডিরেকটোরেট গান্ধী পরিবারের বিরুদ্ধে চার্জশিট দিতেই ইডি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করলেন তেলেঙ্গানার প্রদেশ কংগ্রেস সমর্থকেরা।
গতকাল দিল্লীর রাউস এভিনিউ আদালতে হেরাল্ড মামলায় গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাই আজ ইডির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। যদিও কংগ্রেস পার্টির তরফ থেকে জানানো হয়েছে এই চার্জশিট আসলে রাজনৈতিক অভিসন্ধিমূলক। প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা বলেছেন, “গান্ধী পরিবারকে হেনস্থা করতেই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে।” দেশের বিভিন্ন জায়গাতেই কংগ্রেস সমর্থকেরা বিক্ষোভ দেখাচ্ছেন।
চার্জশিট জমা দেওয়ায় এই মামলার গুরুত্ব আরও বেড়ে গেল. গতকাল ইডির চার্জশিটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ প্রদেশ সিজিও কমপ্লেক্স অভিযান সংগঠিত হয়েছে। এই মামলার আদালতে দিন হয়েছে ২৫শে এপ্রিল. রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর ৬৬১ কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারী সংস্থা ইডি। এরই প্রতিবাদে দেশের বিভিন্ন জায়াগায় বিক্ষোভ প্রদর্শন করছেন কংগ্রেস সমর্থকেরা। দোষী প্রমাণিত মামলায় জেল হয়ে যেতে পারে রাহুল ও সোনিয়ার।
তেলেঙ্গানার কংগ্রেস নেতারা বলছেন, “কংগ্রেস দীর্ঘদিন ধরেই কেন্দ্রে ক্ষমতায় ছিল, কিন্তু তারা কখনোই এই ধরনের আচরণ করেনি বিরোধীদের বিরুদ্ধে। দেশের জন্যে এই গান্ধী পরিবার বার বার প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছে.. মোদী সরকার চায় না দেশে একজন তরুণ প্রধানমন্ত্রী আসুন, সেইজন্যেই রাহুল গান্ধীর নষ্ট করতে তারা এইসব ব্যবস্থা করেছে। ২০২৯ সালে কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় ফিরে এই অস্থিরতা বন্ধ করবে। “